নাটকীয়তার মোড়ে এখন দাপট দেখানো বাংলাদেশই চাপের মুখে। শ্রীলঙ্কার বিপক্ষে ১ম ইনিংসে রান পাহাড়ে চেপে বসেছিল দল। কিন্তু ব্যাটিং স্বর্গে এরপর টেক্কা মারল অতিথিরা। হিসেবের ছক উল্টে গেল। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে ড্রাইভিং সিটে শ্রীলঙ্কা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার চতুর্থ দিন শেষ বাংলাদেশ ২য় ইনিংসে তুলেছে ৩ উইকেটে ৮১ রান। উইকেটে মুমিনুল হক ১৮ রানে। স্বাগতিকরা এখনও লঙ্কানদের ১ম ইনিংসের চেয়ে পেছনে ১১৯ রানে। জয় নয়, এখন ড্রয়ের লক্ষ্য নিয়ে খেলতে হচ্ছে দলকে!
২০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অবশ্য ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়তে পারছেন না। এরইমধ্যে দল হারিয়েছে তিন টপ অর্ডার ব্যাটসম্যান তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমকে। তবে শুরুতে ৫২ রানের জুটি গড়েন তামিম-ইমরুল। চাপের মুখে এবার ১৯ রানে আউট ইমরুল। আর তামিমের ব্যাটে ৪১ রান। শেষবেলায় মুশফিকুর রহীম ২ রানে আউট হলে চুপসে যায় টাইগারদের ড্রেসিংরুম।
এর আগে লঙ্কান ইনিংসের ভীত গড়েছিলেন কুশল মেন্ডিস (১৯৬) ও ধনাঞ্জয়া ডি সিলভা (১৭৩)। দ্বিতীয় উইকেটে ৩০৮ রানের জুটি গড়েন তারা। শেষ পর্যন্ত দল তুলে ৯ উইকেট হারিয়ে ৭১৩ রান। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি পারবে হার এড়াতে? শনিবার দিন শেষে তাইজুল ইসলাম জানালেন, ‘আমাদের ম্যাচটা বাঁচাতে হবে। পঞ্চম দিনে কাজটা কঠিন হবে। আমাদের ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে। ওরা ভালো খেলতে পারলে আমরা ভালো কিছু করব।’ তবে শঙ্কার কথাও শোনান তিনি। বলেন, ‘আমার মনে হয়, যদি একটা উইকেট থাকত, তাহলে ঠিক ছিল। তিনটা উইকেট বেশি হয়ে গেছে। এই উইকেটে মুশফিক ভাই থাকলে আমাদের জন্য ভালো হতো।’
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১২৯.৫ ওভারে ৫১৩/১০ (আগের দিন ৩৭৪/৪) (মুমিনুল ১৭৫, মাহমুদউল্লাহ ৮৩*, মোসাদ্দেক ৮, মিরাজ ২০, সানজামুল ২৪, তাইজুল ১, মুস্তাফিজ ৮; লাকমল ৩/৬৮, কুমারা ০/৭৯, পেরেরা ০/১১২, হেরাথ ৩/১৫০, সান্দাকান ২/৯২, ধনঞ্জয়া ০/১২)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৯৯.৩ ওভারে ৭১৩/৯ (ডি.) (আগের দিন ৫০৪/৩)( রোশান ১০৯, চান্দিমাল ৮৭, ডিকভেলা ৬২, পেরেরা ৩২, হেরাথ ২৪, লাকমল ৯, কুমারা ২*; মোস্তাফিজ ১/১১৩, সানজামুল ১/১৫৩, মিরাজ ৩/১৭৪, তাইজুল ৪/২১৯, মোসাদ্দেক ০/২৪, মুমিনুল ০/৬, মাহমুদউল্লাহ ০/৭)।
বাংলাদেশ ২য় ইনিংস: ২৬.৫ ওভারে ৮১/৩ (তামিম ৪১, ইমরুল ১৯, মুমিনুল ১৮*, মুশফিক ২; হেরাথ ১/২২, লাকমল ০/১৬, ধনঞ্জয়া ০/২০, পেরেরা ১/২০, সান্দাকান ১/৩)।
Discussion about this post