বয়স ৩৬ ছুঁয়েছেন গত বছরের অাগষ্টে। কিন্তু তার জয়ের ক্ষুধা একটুও মরে যায়নি। বরং আগের চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছেন রজার ফেদেরার। রোববার মারিন সিলিচকে অনায়াসে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করেছেন এই সুইস টেনিস তারকা। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শিরোপাজয়ীদের তালিকায় শীর্ষে থাকা নোভাক জোকোভিচ ও রয় এমারসনের পাশে এখন তিনি।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় তিন ঘণ্টা তিন মিনিট স্থায়ী ফাইনালে ক্রোয়েশিয়ার সিলিচকে ৬-২, ৬-৭, ৬-৩, ৩-৬, ৬-১ গেমে হারান তিনি। এনিয়ে এই গ্র্যান্ড স্ল্যামে টানা দ্বিতীয়বার ও মোট ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলেন ফেদেরার। এর আগে ২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০, ২০১৭ সালে এর শিরোপা জিতেন তিনি। তিুনি যেমনটা বলছিলেন, ‘একটা স্বপ্ন সত্যি হয়েছে। এই রূপকথা চলবে। খুবই খুশি আমি। এটা অবিশ্বাস্য। গত বছরটা আমার যেমন কেটেছে তারপর এটা অবিশ্বাস্য।’
পুরুষ ও মহিলা একক মিলিয়ে টেনিসের ইতিহাসে মার্গারেট কোর্ট, সেরেনা উইলিয়ামস ও স্টেফিগ্রাফের পর চতুর্থ খেলোয়াড় হিসেবে ২০টি গ্র্যান্ডস্ল্যাম জিতলেন ফেদেরার। পুরুষ এককে দ্বিতীয় সর্বোচ্চ ১৬টি গ্র্যান্ডস্ল্যাম পেয়েছেন স্পেনের রাফায়েল নাদাল। উইম্বলডনে রেকর্ড আটটি শিরোপা জিতেছেন ফেদেরার। পাঁচবার ইউএস ওপেন ও একবার ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এদিকে শনিবার মেয়েদের এককের ফাইনালে সিমোনা হালেপকে হারিয়ে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড জিতেছেন ডেনমার্কের কারোলিন উজনিয়াকি।
Discussion about this post