বাংলাদেশ সফরটা যেন দুঃস্বপ্নের অন্য নাম হয়ে উঠছে। ইনজুরি পিছুই ছাড়ছে না শ্রীলঙ্কার। কেননা চলতি ত্রি-দেশীয় সিরিজ থেকে কয়েকদিন আগেই দলটির ওয়ানডে অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথুজ ইনজুরি নিয়ে ফিরে গেছেন দেশে। এবার ইনজুরিতে ছিটকে গেলেন দলটির নির্ভরযোগ্য ওপেনার কুশল পেরেরা। এরইমধ্যে তার জায়গা লঙ্কান শিবিরে ডাক পেয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা।
ম্যাথুজের মতো হ্যামস্টিংয়ের ইনজুরিতে পড়েছেন কুশল পেরেরাও। যে কারণে চলতি ত্রিদেশীয় সিরিজে তাকে আর স্কোয়াড়ে পাচ্ছে না লঙ্কানরা। যে কারণে এ ডানহাতি ব্যাটসম্যানের বদলি হিসেবে নির্বাচকরা এরইমধ্যে দেশ থেকে উড়িয়ে এনেছেন ধনাঞ্জয়া ডি সিলভাকে।
ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচের মধ্যে এক ম্যাচ জয় নিয়ে এখনও ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কার। তারপরওএকের পর এক ইনজুরি কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে দলটি। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব উঠেছে দিনেশ চান্দিমালের হাতে।
সর্বশেষ ভারত সফরে ইনজুরিতে পড়েছিলেন ধনঞ্জয়া। সেই থেকেই তিনি ছিলেন দলের বাইরে। এবার কুশল পেরেরার ইনজুরি ভাগ্য খুলে দিলো তার। এ পর্যন্ত এ অলরাউন্ডার শ্রীলঙ্কার হয়ে ১৭টি ওয়ানডে, ৭টি টি-টুয়েন্টি ও ১১টি টেস্ট খেলেছেন।
Discussion about this post