২০১৭ সাল স্বপ্নের মতো কেটেছে বিরাট কোহলির। শুধু ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েই শেষ নয়, অধিনায়ক হিসেবেও দেখিয়েছেন ম্যাজিক। তারই পথ ধরে স্বীকৃতিও মিলল! আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি। এর আগে ২০১২ সালেও তাকে বর্ষসেরা স্কীকৃতি দিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে অধিনায়ক ও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও হয়েছেন কোহলি। স্টিভেন স্মিথ হয়েছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। টেস্ট ও ওয়ানডের সেরা একাদশে জায়গা পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার।
আইসিসির বর্ষসেরা হয়ে কোহলি বলছিলেন, ‘এবারই প্রথম আমি স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতলাম। যা আমাকে সম্মানীত করেছে।’ এর আগে ২০১৬ সালে আইসিসির বর্ষসেরা ও বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কার জেতেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন।
আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়ে স্মিথ বলেন, ‘বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়া যে কারও জন্যই খুশির খবর। এটা আমাকে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করবে।’
এক নজরে আইসিসি বর্ষসেরা-
# বর্ষসেরা ক্রিকেটার – বিরাট কোহলি
# বর্ষসেরা টেস্ট ক্রিকেটার – স্টিভেন স্মিথ
# বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার- বিরাট কোহলি
# বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার – হাসান আলী
# সদস্য দেশের বর্ষসেরা ক্রিকেটার- রশিদ খান
# বর্ষসেরা টি-টোয়েন্টি পারফর্মার- জুবেন্দ্র চাহাল
# বর্ষসেরা আম্পায়ার- মারিচ ইরাসমাস
# আইসিসি স্পিরিট অফ ক্রিকেট- আনিয়া শাবসোল (ইংল্যান্ড)
# আইসিসির বর্ষসেরা মূহুর্ত- চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (অধিনায়ক) (ভারত), বাবর আজম (পাকিস্তান), এবি ডি ভিলিয়ার্স দ. (আফ্রিকা), কুইন্টন ডি কক (দ. আফ্রিকা), বেন স্টোকস (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), হাসান আলী (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান) ও জাসপ্রিত বুমরা (ভারত)।
আইসিসি বর্ষসেরা টেস্ট দল: ডিন এলগার (দ. আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (অধিনায়ক) (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), চেতেশ্বর পূজারা (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দ. আফ্রিকা), রবীচন্দ্রন অশ্বিন (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দ. আফ্রিকা) ও জেমস অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)।
Discussion about this post