ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় হারের যন্ত্রনা ভুলে গেল জিম্বাবুয়ে। বুধবার রাতে শ্রীলঙ্কাকে ১২ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়টা তুলে নিল আন্ডার ডগ হয়ে আসা দলটি। এমন লজ্জাজনক হারে লঙ্কানদের নতুন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পথচলা শুরু হল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শততম ওয়ানডেতে টস জিতে অ্যাঞ্জেলো ম্যাথুজ। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯০ রান করে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৪৮.১ ওভারে ২৭৮ রানে অলআউট শ্রীলঙ্কা।
এর আগে গত জুলাইতেও ঘরের মাঠে এই জিম্বাবুয়ের বিপক্ষে লঙ্কানরা ওয়ানডে সিরিজ হেরেছিল।
এই ম্যাচে দারুণ লড়েছিলেন শ্রীলঙ্কার কুশল পেরেরা। ৮৩ বলে ৮০ করেন তিনি। আর অ্যাঞ্জেলো ম্যাথুজ ৬৪ বলে ৪২ করে দলকে পথে রেখেছিলেন। দিনেশ চান্দিমাল ৩৩ বলে ৩৪ রান করে ফিরে গেলে অবশ্য চাপে পড়ে দল। আর কুশল ৮৩ বলে ৮০ রানের ইনিংসটি খেলে ফিরে গেলেও আশা দেখাচ্ছিলেন থিসারা পেরেরা। ৩৭ বলে ৬৪ রানের এক ঝড়ো ইনিংস খেলে তিনি বাদায় নিতে সব শেষ!
তেন্দাই চাতারা ৮.১ ওভার বল করে ৩৩ রানে তুলে নেন চার উইকেট। দুটি করে শিকার জার্ভিস আর ক্রেমারের।
এর আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার সোলেমান মিরে করেন ৩৭ বলে ৩৪ রান। আর ৮৩ বলে ১০টি চারে ৭৩ রান করেন হ্যামিল্টন মাসাকাদজা। সিকান্দার রাজা অপরাজিত থাকেন ৮১ রানে। ৬৭ বলে খেলেন এই দৃষ্টিনন্দন ইনিংস। ৩৭ রানে ৩ উইকেট নিয়ে নেন গুনারত্নে। থিসারার শিকার ২ উইকেট। ম্যাচসেরা সিকান্দার রাজা!
এই হারের পর শুক্রবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৯০/৬ (মাসাকাদজা ৭৩, মিরে ৩৪, আরভিন ২, টেইলর ৩৮, রাজা ৮১*, ওয়ালার ২৯, মুর ১৯, ক্রিমার ০*; লাকমল ১/৭০, দনাঞ্জয়া ০/৬৭, থিসারা ২/৪৩, চামিরা ০/৫১, হাসারাঙ্গা ০/১৮, গুনারত্নে ৩/৩৭)
শ্রীলঙ্কা: ৪৮.১ ওভারে ২৭৮ (কুসল পেরেরা ৮০, থারাঙ্গা ১১, মেন্ডিস ০, ম্যাথিউস ৪২, চান্দিমাল ৩৪, গুনারত্নে ৪, থিসারা ৬৪, হাসারাঙ্গা ১১, দনাঞ্জয়া ৮, লাকমল ৫*, চামিরা ১; রাজা ১/৫৪, জার্ভিস ২/৫৬, চাতারা ৪/৩৩, মুজারাবানি ১/৪৭, ক্রিমার ২/৬২, ওয়ালার ০/১৯)
ফল: জিম্বাবুয়ে ১২ রানে জয়ী
ম্যাচসেরা: সিকান্দার রাজা
Discussion about this post