সেঞ্চুরিয়ান টেস্টে বড় হার দেখতে হল ভারতকে। অভিষেক ম্যাচ খেলতে নামা বোলার লুঙ্গি এনগিডি তোপে উড়ে গেল সফরকারী। ১৩৫ রানের বড় জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে আগের দিনই ২৯ রানে ৩ উইকেটে হারিয়ে চাপে পড়েছিল ভারত। বুধবার দিনের ১৯তম বলেই দৌড়ে তিন রান নিতে গিয়ে রানআউট হন পূজারা। ক্রিকেট ইতিহাসের ২৩তম ব্যাটসম্যান হিসেবে টেস্টের দুই ইনিংসে রানআউট হয়েছেন, এই রেকর্ড নিশ্চয়ই যন্ত্রনা দেবে তাঁকে। এরপর দলীয় স্কোর ৮৭ রান পৌঁছাতেই সফরকারীদের নেই ৭ উইকেট।
লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদার পেস ও বাউন্স যে বুঝেই উঠতে পারছিলেন না বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ। তখন থেকেই ভারতের বড় পরাজয়ের ক্ষণগণনা শুরু। শেষ দিকে রোহিত শর্মা ও মোহাম্মদ শামি শেষ চেষ্টা করেছিলেন ৫৪ রানের জুটি গড়ে। কিন্তু সেই জুটিকে আর এগুতে দেননি কাগিসো রাবাদা। আর শেষটা করেন এনগিডি।
৩৯ রানে ৬ উইকেট নেন এনগিডি। দুই ইনিংস মিলিয়ে ৯০ রানে ৭ উইকেট নিয়ে তিনিই ম্যাচসেরা।
সংক্ষিপ্ত স্কোর:-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩৩৫/১০ ও ২য় ইনিংস: ২৫৮/১০
ভারত ১ম ইনিংস: ৩০৭/১০ ও ২য় ইনিংস: (লক্ষ্য ২৮৭) ৫০.২ ওভারে ১৫১ (আগের দিন ৩৫/৩) (পুজারা ১৯, পার্থিব ১৯, রোহিত ৪৭, পান্ডিয়া ৬, অশ্বিন ৩, শামি ২৮, ইশান্ত ৪, বুমরাহ ২*; ফিল্যান্ডার ০/২৫, রাবাদা ৩/৪৭, এনগিডি ৬/৩৯, মর্কেল ০/১০, মহারাজ ০/২৬)।
ফল: দক্ষিণ আফ্রিকা ১৩৫ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০তে এগিয়ে
ম্যাচসেরা: লুঙ্গি এনগিডি
Discussion about this post