একটানা বেশ কিছুদিন অনুশীলনেই ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু এবার বিশ্রামের সুযোগ মিলছে। বৃহস্পতি ও শুক্রবার ছুটি কাটাবেন মাশরাফি, তামিম আর মুশফিকুর রহীমরা। ১৫ জানুয়ারি শুরু ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। তার আগে নিজেদের চাঙ্গা করে নিতেই এই বিশ্রাম।
ঘরের মাঠে আট বছর পর ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে খেলছে টাইগাররা। ট্রফি জয়ের মিশনেই নামবে দল। ছুটি শেষে শনিবারই মাঠে ফিরবেন মাশরাফিরা। জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, ‘শনিবার দুপুর থেকে আবারও শুরু হবে অনুশীলন। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের চাঙ্গা রাখতেই এ দুই দিন বিশ্রাম দেওয়া হয়েছে।’
টুর্নামেন্টের খেলা হবে দিবা-রাত্রিতে। পৌষে হিমশীতল আবহাওয়া কনকনে বাতাস ও ঘন কুয়াশা- এসবের সঙ্গে মানিয়ে নিতেই শেষ কয়েকদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুশীলন হয়েছে।
সুজন বলেন, ‘আমরা আবহাওয়া, কুয়াশা ও শিশিরের ঢাকা আউটফিল্ড, সবকিছু মাথায় রেখেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। যদিও খেলা শুরু হবে বেলা ১২ টায়। তবে সন্ধ্যা নামতেই ঘন কুয়াশা পড়তে থাকে। সন্ধ্যার পর কুয়াশা আর শিশিরে ফিজে যাবে আউট ফিল্ড। তাতে স্পিনারদের বল গ্রিপিংয়ে যেমন সমস্যা হয়, তেমনি ব্যাটসম্যানদেরও কিছু সমস্যায় পড়তে হয়। এসব ভেবেই আমরা কয়েকদিন সন্ধ্যায় অনুশীলন করেছি।’
Discussion about this post