ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে উন্মাদনা শুরু হয়ে গেছে। জানা গেল এবার আইকন ক্রিকেটারের সংখ্যা বাড়ছে। লিগের ১২টি ক্লাবের জন্য ১২জন আইকন ক্রিকেটার রাখার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। খসড়া তালিকা অনুযায়ী আইকন ক্রিকেটাররা হলেন- মাশরাফি বিন মতুর্জা, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, লিটন কুমার দাস, এনামুল হক বিজয় ও রুবেল হোসেন।
আগেরবার আইকন ক্রিকেটার ছিলেন সাব্বির রহমান। এবার প্লেয়ার্স ড্রাফটের তালিকায় নেই তার নাম। কিছুদিন আগে জাতীয় লিগের শেষ রাউন্ডে দর্শক পেটানোর কারণে ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাস নিষিদ্ধ হয়েছেন এই অলরাউন্ডার। লিগে তার খেলার সুযোগ নেই।
এবারের লিগে আইকনদের সবার পারিশ্রমিক একই রাখা হয়নি। জাতীয় দলের ৫ সিনিয়র ক্রিকেটার মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম ও মাহমুদউল্লাহ পাবেন ৩৫ লাখ টাকা করে। বাকি সাত আইকনের পারিশ্রমিক ২৫ লাখ টাকা করে।
দলবদলে আবারো ফিরে এসেছে প্লেয়ার বাই চয়েজ। এক মৌসুম পর আবার পুরনো পথে আয়োজকরা। আসছে ২০ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। ১৪ জানুয়ারির মধ্যে ক্লাবগুলোকে গত মৌসুমের দল থেকে ধরে রাখা ৫ ক্রিকেটারের (রিটেইন) নাম জমা দিতে হবে।
সবশেষ ২০১৬ সালে দলবদল হয়েছিল প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে। সেবার দুজন করে ক্রিকেটার ধরে রাখার নিয়ম ছিল। পারিশ্রমিক কিছুটা বেড়েছে।
Discussion about this post