সেরা একাদশ, সেরা খেলোয়াড় নির্বাচনের রীতিটা বেশ পুরনো। এবার অন্যরকম এক একাদশ বেছে নিল ক্রিকেট বিষয়ক ভারতীয় গণমাধ্যম ক্রিকেট কান্ট্রি। অযোগ্যদের নিয়ে বিশ্ব একাদশ গড়েছে তারা। আর সেখানে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। যিনি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বর্তমানে দলের টেকনিক্যাল ডিরেক্টর।
ক্রীড়া লেখক অনিন্দ দত্ত রেখেছেন দ্বাদশ ব্যক্তি হিসেবে রেখেছেন সুজন। তিনি অনিন্দ লিখেছেন, ‘অধিনায়কত্ব করতে গিয়ে বিজয়ানন্দ (গাজাপতি রাজু) খুব বেশি ক্লান্ত হয়ে গেলে, কিংবা অন্য কিছুতে ব্যস্ত হয়ে গেলে খালেদ মাহমুদকে অধিনায়ক হিসেবে কাজে লাগানো যাবে। আসলে তিনি তো সত্যিকারের একজন অলরাউন্ডার। বাংলাদেশের হয়ে ১২ টেস্ট খেলে নেতৃত্ব দিয়েছেন ৯টিতে। মনে না রাখলেও চলবে যে সেই নয়টা টেস্টের মধ্যে নয়টিতেই হেরেছে বাংলাদেশ।’
মজার ব্যাপার হল একাদশে রয়েছেন বাংলাদেশের সাবেক কোচ ট্রেভর চ্যাপেল। বাংলাদেশ দলের কোচ হিসেবে যিনি একেবারেই ব্যর্থ। ব্যর্থদের নিয়ে গড়া হয়েছে এই দল।
অযোগ্য টেস্ট দল
বিজয়ানন্দ গাজাপতি রাজু (অধিনায়ক), রব কুইনি, ট্রেভর চ্যাপেল, উসমান আফাল, জ্যাক ইকিন, স্টুয়ার্ট বিনি, রিচার্ড ব্ল্যাকি (উইকেটরক্ষক), লোনওয়াবো সোৎসোবে, জন ওয়াটকিন্স, মার্ক হাসলাম, রবার্ট কেনেডি, খালেদ মাহমুদ সুজন (দ্বাদশ ব্যাক্তি)।
Discussion about this post