বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখা হল না মোহাম্মদ আশরাফুলের। বরং তার ফেরার ম্যাচে ব্যাট হাতে দাপট দেখালেন মুমিনুল হক। বিসিএলের প্রথম রাউন্ডের প্রথম দিনে মঙ্গলবার বিকেএসপিতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৫ উইকেটে ৩৪০ রান করেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।আর মুমিনুলের ব্যাটে ডাবল সেঞ্চুরির হাতছানি। পূর্বাঞ্চল অধিনায়ক প্রথম দিন শেষ করেছেন অপরাজিত ১৬৯ রান নিয়ে।
আর এই ম্যাচ দিয়েই আবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরলেন ম্যাচ পাতানোর কলঙ্কে জড়ানো তারকা মোহাম্মদ আশরাফুল। এমনিতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার নিষেধাজ্ঞা আগামী অগাস্ট পর্যন্ত ছিল। কিন্তু বিসিবির অনুমতি নিয়ে এই টুর্নামেন্টে খেলছেন তিনি।কিন্তু জাতীয় দলের সাবেক অধিনায়ক আউট মাত্র ১৩ রানে।
আশরাফুল নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন বেশ কিছুদিন হল। তবে প্রথম তিন বছর খেলতে পারেননি ঘরোয়া ক্রিকেটে। জাতীয় লিগ নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে। এরপর প্রিমিয়ার লিগেও দেখা গেছে তাকে। এবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লংগার ভার্সন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলার অনুমতি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।
এমন সুযোগে উচ্ছসিত সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। আশরাফুল বলেন, ‘জাতীয় লিগ আর প্রিমিয়ার লিগে খেলেছি; এখন খেলবো বিসিএল। খুবই ভাল লাগছে। জাতীয় দলে আবারও ফিরতে হলে আমাকে সব জায়গায়ই খেলতে হবে। আসলে বিরতি পড়ে গেলে কাজগুলো ঠিকভাবে হয় না। এভঅবে ধারাবাহিকভাবে খেলে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছি আমি।’
প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে নেয়ার সুযোগ পাবেন অ্যাশ। বিসিএলে নিজেকে মেলে ধরার পরের সুযোগগুলো নিশ্চয়ই কাজে লাগাবেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৮৩ ওভারে ৩৪০/৫ (ইমতিয়াজ ৩৩, লিটন ২০, মুমিনুল ১৬৯*, ইয়াসির ৩৩, আশরাফুল ১৩, অলক ১৯, জাকির ৪৭*; কামরুল রাব্বি ০/৪৭, জিয়াউর ০/১০, রাজ্জাক ২/১০৮, সৌম্য ১/৩১, মেহেদি ০/৬৮, সাকলাইন ২/৬৪, আল আমিন ০/১০)।
Discussion about this post