জয়ের মঞ্চটা প্রস্তুত ছিল আগের দিনই। সোমবার শুধু আনুষ্ঠানিকতাটুকই সেরে নিল অস্ট্রেলিয়া। অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ১২৩ রানে হারাল অজিরা। সিডনি টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে অলআউট মাত্র ১৮০ রানে। টেস্ট জিতে ৪-০ ব্যবধানের জয়ে রঙিন হলো অস্ট্রেলিয়ার উৎসব। সিরিজের চতুর্থ টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়েছিল। এক ম্যাচ হাতে রেখেই মর্যাদার লড়াইয়ে অ্যাশেজ নিশ্চিত করছিল স্টিভেন স্মিথের দল।
আগের দিনের ৪২ রান নিয়ে আবারও ব্যাটিংয়ে নেমে পড়েন রুট। ড্রয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। কিন্তু লাঞ্চ বিরতির আগেই এ ডানহাতি পড়লেন পেটের পীড়ায়। শেষ পর্যন্ত অসুস্থতার কাছেই হার মানলেন। ফিরে গেলেন সাজঘরে। তার আগে অবশ্য দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমেছিলেন জনি বেয়ারস্ট্রোর সঙ্গে মইন আলি। বেশি লম্বা হয়নি এই জুটি। মইনকে আরও একবার ফিরিয়ে দেন নাথান লায়ন।
প্রথম সেশনেই রুটের সঙ্গে বেয়ারস্ট্রো দারুন খেলছিলেন। কিন্তু রুট (৫৮*) ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাল গোল পাকিয়ে ফেলে সফরকারীরা দলের ব্যাটসম্যানরা। প্যাট কামিন্স আর জস হ্যাজেলউড তোপেই গুটিয়ে যায় দলটির লেজের দিকের ব্যাটিং।
সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার তিন ব্যাটসম্যান সেঞ্চুরি করলেও দুই ইনিংসে ৪টি করে উইকেট নিয়ে কামিন্স। যে কারণে ম্যাচ সো হয়েছেন এ ডানহাতি পেসার। আর গোটা সিরিজ জুড়ে চোখ ধাঁধানো ব্যাটিংয়ে মোট ৬৮৭ রান করে সিরিজ সেরার পুরস্কারটা নিজের করে নিয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৪৬/১০ ও ২য় ইনিংস: ৮৮.১ ওভারে ১৮০ (রুট ৫৮ (আহত অবসর), বেয়ারস্টো ৩৮, মইন ১৩, কারান ২৩*, ব্রড ৪, ক্রেইন ২, অ্যান্ডারসন ২; স্টার্ক ১/৩৮, হেইজেলউড ১/৩৬, লায়ন ৩/৫৪, কামিন্স ৪/৩৯, স্মিথ ০/৬, মিচেল মার্শ ০/০)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৬৪৯/৭ (ডি.)
ফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ১২৩ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজ অস্ট্রেলিয়া ৪-০তে জয়ী
ম্যাচসেরা: প্যাট কামিন্স
সিরিজসেরা: স্টিভেন স্মিথ
Discussion about this post