বিশ্বকাপ শুরুর আগে কিছুতেই পথ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হেরেই চলেছেন সাইফ হাসানরা। ওটাগো ‘এ’ দলের কাছে শুরুতেই দুই ম্যাচে হার। সোমবার বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হারল দল। ক্রাইস্টচার্চে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৫৬ রানে হারায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
ক্রাইস্ট কলেজ মাঠে আফগানরা প্রথমে ব্যাট করতে নেমে তুলে ২০৬ রান। জবাব দিতে নেমে ১৫০ রানে আটকে যায় জুনিয়র টাইগাররা। এর আগে বাংলাদেশ সফরে যুব ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারিয়েছিল আফগানিস্তান।
সকালে টস জিতে বোলিং নিয়ে ভালই শুরু করেছিল বাংলাদেশ। ১৪ রানে আফগানদের ২ উইকেট তুলে নেয় তারা। কিন্তু তৃতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন ইব্রাহিম জাদরান ও বাহির শাহ। ৩২ রানে আউট হন ইব্রাহিম, ৪৪ রানে বাহির ফিরে যান। এরপরই আফগানদের চেপে ধরে টাইগাররা। এক পর্যায়ে আফগানদের রান দাঁড়ায় ৭ উইকেটে ১১২।তখন আজমতউল্লাহ কামারজাই৮২ বলে করেন ৮১ রান।
বাংলাদেশের হাসান মাহমুদ ৪ উইকেট নিয়েছেন ৪৬ রানে। রবিউল হক ৩টি নেন ৫৬ রানে। ৩৬ রানে ২ উইকেট নিয়েছেন টিপু সুলতান।
জবাব দিতে নেমে ওপেনার পিনাক ঘোষ ও অধিনায়ক সাইফ হাসান গড়েন ৭৭ রানের জুটি।
৫৬ বলে ৫৪ করে আউট হন পিনাক, সাইফ করেন ৪৩ রানে। কিন্তু এর পরের ৮ ব্যাটসম্যান দুই অঙ্কের দেখা পাননি। দুঃখজনক হলেও সত্য ৫৮ রান তুলতে ৯ উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।
অধিনায়ক নাভিন-উল-হক ও লেগ স্পিনার কাইস আহমেদ নিয়েছেন ৩টি করে উইকেট।
বুধবার বাংলাদেশ তাদের দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে লড়বে পাকিস্তানের বিপক্ষে।
Discussion about this post