হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান যখন ব্যাট করতে নেমেছিল দল তখন পিছিয়ে ৭৮ রানে। জিম্বাবুয়ের কাছে হেনস্থার একটা শঙ্কা পাক শিবিরকে ঘিরে ধরেছিল। সেই শঙ্কা উড়িয়ে পাকিস্তান শুক্রবার টেস্টের চতুর্থ দিন যখন জয়ের স্বপ্নই বুনেছে, তার প্রধান কারিগর ইউনুস খান। ধৈর্যের প্রতিমূর্তি হয়ে, একদিক আগলে রেখে, মাটি কামড়ানো যে অপরাজিত ডাবল সেঞ্চুরি (২০০*) করেছেন, সেটাকে ইউনুস তার ক্যারিয়ারে নিশ্চিতভাবেই একটা বিশেষ জায়গায় রাখবেন। ইউনুসের এমন ইনিংসের সুবাদেই হারারে টেস্টের চতুর্থ দিন ৯ উইকেটে ৪১৯ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জয়ের জন্য ৩৪২ রান তাড়া করে দিনশেষে ১৩ রান তুলতেই ১ উইকেট হারায় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে স্পিনার প্রসপার উতসেয়ার বলে ছক্কা মেরে ইউনুস ডাবল সেঞ্চুরি করতেই ইনিংস ঘোষণা করেন মিসবাহ। টেস্টে এটি ইউনুসের তৃতীয় ডাবল সেঞ্চুরি। দলের বিপদে কীভাবে উইকেট আগলে খেলেছেন ইউনুস সেটা তার ইনিংস দেখলেই স্পষ্ট হবে। ডাবল সেঞ্চুরি করতে খেলেছেন ৪০৪ বল। যাতে ছিল ১৫ বাউন্ডারি ও তিন ছক্কা।
সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান ১ম ইনিংস : ২৪৯/১০ এবং ২য় ইনিংস : ৪১৯/৯ (ইউনুস ২০০*, আদনান ৬৪, রাহাত ৩৫*; উতসেয়া ৩/১৩৭)। জিম্বাবুয়ে ১ম ইনিংস : ৩২৭/১০ এবং ২য় ইনিংস: ১৩/১।
Discussion about this post