ত্রিদেশীয় ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে শিরোপাতেই চোখ বাংলাদেশের। আট বছর পর ঘরের মাঠে এমন লড়াইয়ে নামার আগে প্রস্তুতির কোন ঘাটতি রাখছে না টাইগাররা। ১৫ জানুয়ারি শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচ। তার আগে নির্বাচকরা ১৪ সদ্যস্যের দল ঘোষণার অপেক্ষায় আছেন।
শনিবার মিরপুরের হোম অব ক্রিকেটে দিবা-রাত্রির প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচ দেখেই দল ঘোষণা করবেন নির্বাচকরা। জানা গেছে ম্যাচটিতে দুই ভাগ হয়ে ২৪জন ক্রিকেটার মাঠে নামবেন। এক দলের নেতৃত্বে থাকবেন মাশরাফি বিন মর্তুজা। অন্য দলের ক্যাপ্টেন সাকিব আল হাসান।অভিজ্ঞদের নিয়েই গড়া সেই দল।
এই লড়াইয়ে ভাল করলে হয়তো জাতীয় দলের দরজা খুলে যেতে পারে অনেকের। ত্রিদেশীয় সিরিজের আগে তাইতো এখানে সাফল্য পেতে মরিয়া ক্রিকেটাররা। টুর্নামেন্টে প্রথম দিনই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
এর আগে প্রথম দল হিসেবে ১০ জানুয়ারি ঢাকা এসে পৌঁছাবে জিম্বাবুয়ে। ১৭ জানুয়ারি শ্রীলঙ্কা খেলতে নামবে প্রথম ম্যাচ। তার আগে তাদের দলটি আসবে ১৩ জানুয়ারি।
দেখে নিন দুই দল-
মাশরাফি একাদশ :
ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন , মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাইফউদ্দীন, আবু জায়েদ রাহি, মুস্তাফিজুর রহমান ও নাজমুল অপু।
সাকিব একাদশ :
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আরিফুল হক, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবুল হাসান রাজু।
Discussion about this post