সময়ের পথ পরিক্রমায় শেষ হতে চলল আরো একটি বছর। বছরের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে চলছে ফেলে আসা দিনের পর্যালোচনা। এরইমধ্যে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে ঘোষণা করলেন তার বর্ষসেরা ওয়ানডে একাদশ। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও হার্শার এই দল নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। কারণ একটাই তার দলে তিনি নিজ দেশ ভারতের পাঁচজন রাখলেও, নেই কোনো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার ক্রিকেটার!
হার্শা ভোগলে ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ ইংল্যান্ডের দু’জন ক্রিকেটারকে রেখেছেন একাদশে। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আফগানিস্তানের একজন করে ক্রিকেটার রেখেছেন তিনি। অবশ্য সাকিবের অন্তর্ভুক্তি নিয়ে কোন প্রশ্ন উঠেনি। কারণ ২০১৭ সালটা টাইগার অলরাউন্ডারের দুর্দান্ত কেটেছে। বছর জুড়ে ১৪টি ওয়ানডে ম্যাচে ১২ ইনিংসে ব্যাট করে ৩৫.৮৩ গড়ে করেছেন ৪৩০ রান। একটি শতরানের সঙ্গে তিনটি অর্ধশতক। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অসাধারণ জয়ের ম্যাচে ১১৪ রান করেন সাকিব। এছাড়া বল হাতে ১২ ইনিংসে বল করে নেন ৬টি উইকেট।
ভারতীয় ক্রিকেটারের মধ্যে হার্শার দলে অবশ্য রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। যদিও বছরটা তেমন স্মরণীয় ছিল না তার। আর আফগানিস্তানের ক্রিকেটারের মধ্যে আছেন স্পিনার রশিদ খান।
হার্শা ভোগলের ২০১৭ সালের সেরা ওয়ানডে একাদশ-
রোহিত শর্মা (ভারত), শিখর ধাওয়ান (ভারত), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), মাহেন্দ্র সিং ধোনি (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), জাসপ্রিত বুমরাহ (ভারত), লিয়াম প্ল্যাংকেট (ইংল্যান্ড) ও হাসান আলী (পাকিস্তান)।
Discussion about this post