এমনিতে ঘরের মাঠে যে কোন প্রতিপক্ষের সামনেই এখন ফেভারিট বাংলাদেশ। গত কয়েকবছর ধরে এ চিত্র নিয়মিত দেখছে ক্রিকেট বিশ্ব। আসন্ন ত্রি-দেশিয় ও শ্রীলঙ্কা সিরিজে সেই ধারায় ধরে রাখতে চায় টাইগাররা। একই সঙ্গে কন্ডিশনের সুবিধা পুরোপুরি কাজে লাগাতে নতুন বছরে দেশকে ভালো কিছু দেওয়ার কথা জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ। সোমবার মিরপুর শেরেবাংলায় অনুশীলন করেন তিনি। তারই এক ফাঁকে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে বললেন আসন্ন সিরিজে নিজেদের লক্ষ্যের কথা।
জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে আগামী ১৫ জানুয়ারি মিরপুরে শুরু হবে ত্রি-দেশীয় সিরিজ। তারপরই রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ। আপাতত টাইগাররা ঐ দুটি সিরিজ নিয়ে আঁটছেন পরিকল্পনা। যদিও কয়েকদিন আগে ভারতের মাটিতে শ্রীলঙ্কা তিন ফরম্যাটের ক্রিকেটেই হেরেছে শোচনীয়ভাবে। আর গত কয়েক বছর ধরে তো জিম্বাবুয়েকে পাত্তায় দেয় না টাইগাররা। তারপরও ভাল একটা সিরিজ আশা করছেন মাহমুদউল্লাহ। ‘শ্রীলংকা অনেক ভাল একটি দল। যদিও ওরা ভারতের কাছে সিরিজ হেরে তবেই বাংলাদেশে আসছে। তবে আমি মনে করি, এই সিরিজের প্রতি তাদের আলাদা নজর থাকবে। আর আমরাও অনেক ভালো রিদমে আছি। খুব ভাল একটা সিরিজ হবে আশা করি এবং যেহেতু আমাদের নিজেদের মাটিতে খেলা সেহেতু, আমরা আত্মবিশ্বাসী যে কন্ডিশনকে কাজে লাগিয়ে ভাল কিছু করতে পারবো।’
মাহমুদউল্লাহ চান জিতে নতুন বছর শুরু করতে। এজন্য সতীর্থরাও নাকি রয়েছে মুখিয়ে।‘বছরের শুরুটা যদি আমরা ভাল করতে পারি। যেহেতু আমাদের কন্ডিশনে খেলা। আমরা কন্ডিশন ভাল চিনি। আর প্রতিপক্ষ সম্পর্কে মোটামুটি ধারণা আছে আমাদের। সুতরাং, আমাদের ভাল খেলাটা অবশ্যই দরকার, ভাল রিদম পাওয়ার জন্য। বছরের শুরুতে আমরা যদি ভাল সূচনা পাই, তাহলে অনেক এগিয়ে যেতে পারবো। সামনে দেশের বাইরে অনেক খেলা আছে। তো আপনি ভাল খেললে অবশ্যই আত্মবিশ্বাস পাবেন।’
১৫ জানুয়ারি মাঠে গড়াবে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদলটি শ্রীলঙ্কা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রত্যেক দলই একে-অন্যের বিপক্ষে খেলবে দু’বার করে। সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি উঠে যাবে ফাইনালে।
Discussion about this post