কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববাল লেখা হল নতুন এক ইতিহাস। প্রথম আসরেই বাজিমাত তহুরা-সামসুন্নাহারদের। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-০ গোলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারেই দক্ষিণ এশিয়ার সেরা। এদিন লাল-সবুজদের হয়ে একমাত্র গোলটি করেন শামসুন্নাহার।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে গ্যালারিতে ছিল ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনি। সেখানে দল খেয়ে যাচ্ছিলো প্রিয় লাল-সবুজ পতাকা। বিজয়ের মাস ডিসেম্বরে দারুণ এক দৃশ্য! বিরতির ঠিক আগে স্বাগতিকদের এগিয়ে দেন শামসুন্নাহার। দ্বিতীয়ার্ধে ভাগ্য ভালো হলে আরও গোলের দেখা পেল লাল-সবুজের মেয়েরা।
ফাইনাল ম্যাচের শুরু থেকেই ভারতের রক্ষণে দাপট দেখিয়েছে বাংলাদেশ। বল পজিশনে অনেক এগিয়ে ছিল তারা। যদিও আগের ম্যাচের মতো ওতটা জ্বলে উঠতে পারেনি তহুরা-মার্জিয়ারা। তবুও অদম্য স্বাগতিক মেয়েদের থামানো যায়নি। গ্রুপ পর্বের তিন ম্যাচে এক গোলও হজম করেনি লাল-সবুজ জার্সিধারীরা। ফাইনালে বাংলাদেশের রক্ষণ দেয়াল ভাঙবে, এমন ভয়ও সৃষ্টি করতে পারেনি ভারত।
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলে থাকতে পারতেন সাবিনা ইয়াসমিন। যিনি গত সেপ্টেম্বরে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। ট্রফি হাতে নিয়ে বাংলাদেশ অধিনায়ক মারিয়া বললেন, ‘এমন প্রাপ্তিতে আমরা আনন্দিত। সাবিনা আমার টিমে থাকতে পারত। ও না থাকায় আমরা ওকে উৎসর্গ করলাম।’ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ডিফেন্ডার আঁখি খাতুন।
Discussion about this post