জয়টা ছিল সময়ের ব্যাপার মাত্র। আগের দিনই সুবাস পেতে শুরু করেছিল ইংল্যান্ড। সোমবার শুধু আনুষ্ঠানিকতাটাই যেন শেষ করল তারা। পার্থ টেস্টের পঞ্চম ও শেষদিন ইংল্যান্ডকে ইনিংস ও ৪১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে দুই ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ পুনরুদ্ধার করেছে অজিরা।
এর আগে পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট গ্রাউন্ডে (ওয়াকা) প্রথম ইনিংসে ৪০৩ রান তুলে ইংল্যান্ড। জবাব দিতে নেমে ৯ উইকেটে ৬৬২ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ২৫৯ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড টেস্টের পঞ্চম দিন মাত্র ২১৮ রানে অলআউট। তারও আগে ব্রিসবেন এবং অ্যাডিলেড টেস্টেও জিতে অজিরা।
অস্ট্রেলিয়ার দিনটি শুরু হয় আবহাওয়ার বৈরিতায়। তবে মাঠ কর্মীদের চেষ্টার পর যখন শুরু হলো খেলা। সারাদিনে সম্ভাব্য ৯৮ ওভারের মধ্যে সম্ভব ছিল ৭০ ওভারের মতো। অস্ট্রেলিয়ানদের লাগে অর্ধেক ওভার।ম্যাচে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরার দাবিদার ছিলেন হেইজেলউড! তবে ডাবলসেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথই সেরা।
এ অবস্থায় সিরিজের বাকি দুই টেস্টে জিতে হোয়াইটওয়াশ এড়াতে লড়বে জো রুটের দল। ২০১৩-১৪ ও ২০০৬-০৭ মৌসুমে ইংলিশদের ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া। আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দু’দেশের মধ্যে বক্সিং ডে টেস্ট শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪০৩/১০ ও ২য় ইনিংস: ৭২.৫ ওভারে ২১৮ (আগের দিন ১৩২/৪) (কুক ১৪, স্টোনম্যান ৩, ভিন্স ৫৫, রুট ১৪, মালান ৫৪, বেয়ারস্টো ১৪, মইন ১১, ওকস ২২, ওভারটন ১২, ব্রড ০, অ্যান্ডারসন ১*; স্টার্ক ১/৪৪, হেইজেলউড ৫/৪৮, মিচেল মার্শ ০/১৪, কামিন্স ২/৫৩, লায়ন ২/৪২)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৬৬২/৯ (ডি.)
ফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ৪১ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩-০তে এগিয়ে
ম্যাচসেরা: স্টিভেন স্মিথ
Discussion about this post