টেস্ট ক্রিকেট থেকে অলিখিত বিদায় হয়েছে তার সেই ৮ বছর আগে। কিন্তু সাদা পোশাকে মাঠ মাতাতে এখন উন্মুখ হয়ে আছেন মাশরাফি বিন মর্তুজা। সুযোগ পেলেই তিনি বলেন, ‘টেস্টই হল আসল ক্রিকেট।’ ২০০৯ সালের জুলাইয়ে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে চোটে পড়ে সেই যে সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন, তারপর আর ফিরেন নি। তবে এবার ফেরার সুপ্ত ইচ্ছের কথা জানাচ্ছেন তিনি। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাদা পোশাকে ফিরতে চাইছেন।
এর অংশ হিসেবেই এবার জাতীয় লিগে খুলনার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে মাঠে নেমেছেন। তারপরথ ধরে একটি ক্রিকেট ওয়েবসাইটকে তিনি বলেন মাশরাফি বলেন, ‘দেখুন প্রত্যেক ক্রিকেটারই টেস্ট খেলার জন্য মুখিয়ে থাকে। যদিও আমার বয়স ৩৪ হয়ে গেছে, তারপরও এখনো স্বপ্ন দেখি সাদা পোশাকে মাঠে নামার। তবে আমাকে সবকিছু ভেবে দেখতে হবে।’
তাহলে টেস্ট কবে ফিরছেন মাশরাফি? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘সত্যি বলতে কী কবে ফিরব, সেটি নির্দিষ্ট করে বলাটা কঠিন। তবে সবকিছু ঠিকঠাক চললে টেস্টে ফেরার চেষ্টা করবই। এখন ফিটনেসে উন্নতিটা ভালোই করেছি। এটিই আমাকে আশা দেখাচ্ছে। এখন আমি ফিটনেসের আরও উন্নতি ঘটাতে চাই।’
সেই ২০০১ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক মাশরাফির। এরপর ৩৬টি টেস্ট খেলেছেন তিনি। ৪১.৫২ গড়ে নিয়েছেন ৭৮ উইকেট।
Discussion about this post