একটা মিশন শেষ হতেই আরেকটার হাতছানি। আসছে নতুন বছরে নতুন মিশন। ২০১৮ সালের জানুয়ারিতে ফের ব্যস্ত হয়ে উঠবে দেশের ক্রিকেটাঙ্গন! ১৫ জানুয়ারি থেকে শুরু ত্রিদেশীয় ক্রিকেট লড়াই। যেখানে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। দীর্ঘ ৮ বছর পর ত্রিদেশীয় ক্রিকেটের উন্মাদনা মাতবে বাংলাদেশ। এই টুর্নামেন্টকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছেন নির্বাচকরা। ২১ ডিসেম্বর ঘোষণা করা হতে পারে প্রাথমিক দল।
তিন জাতি ক্রিকেট শেষে সাকিব আল হাসানের দল মুখোমুখি হবে টেস্ট লড়াইয়ে। ৩১ জানুয়ারী থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু প্রথম টেস্ট। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এখন দশেক বিশ্রাম মাশরাফি-মুশফিকদের। তারপরই হোম সিরিজের প্রস্তুতি শুরু। জানা গেছে ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে প্রস্তুতি। ফিজিক্যাল টেস্ট ও ফিটনেস ট্রেনিং দিয়েই শুরু টাইগারদের অনুশীলন। ২৭ ডিসেম্বর শুরু প্রস্তুতি।
৩০ থেকে ৩২ জন ক্রিকেটারকে ডাকা হবে প্রাথমিক ক্যাম্পে। সেখান থেকে প্রথমে তিন জাতি টুর্নামেন্ট, তারপর পর্যায়ক্রমে টেস্ট এবং টুয়েন্টি সিরিজের মূল দল বেছে নেয়া হবে। টেস্ট আর ওয়ানডেতে নতুন কারো অন্তর্ভুক্তির সম্ভাবনা খুবই কম। তবে টি-টোয়েন্টি দলে দেখা যেতে পারে নতুন মুখ।
রংপুরের টপ অর্ডার মোহাম্মদ মিঠুন, কুমিল্লার অফস্পিনার মেহেদি হাসান, দুই পেসার আবু হায়দার রনি আর আবু জায়েদ রাহি, চিটাগাং ভাইকিংসের টপ অর্ডার এনামুল হক বিজয় ক্যাম্পে ডাক পেতে পারেন।
প্রাথমিক ক্যাম্পের সম্ভাব্য স্কোয়াড-
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি মর্তুজা, মেহেদী মিরাজ, সানজামুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি, আবুল হাসান রাজু, নাজমুল অপু, শুভাশিস রয়, সোহাগ গাজী, জাকির হাসান, আরিফুল হক, মোসাদ্দেক হোসেন, এনামুল বিজয়, আল-আমিন, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান।
Discussion about this post