রেকর্ড চতুর্থবারের মতো বিবিসি’র বর্ষসেরা পুরস্কার ওভারসেজ স্পোর্টস পারসোনালিটি জিতলেন রজার ফেদেরার। এরআগে সাবেক ইংলিশ বক্সার মোহাম্মদ আলি ও উসাইন বোল্ট এ পুরস্কার জিতেছিলেন তিনবার করে।
টেনিস ইতিহাসে আটবার উইম্বল্ডনসহ ১৯টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন একমাত্র ফেদেরারই। যার সর্বশেষটা এ সুইচ তারকা জিতেছেন এ বছরের জানুয়ারিতে। বিবিসি ওভারসেজ স্পোর্টস পারসোনালিটি পুরস্কার জিতে খুশি ফেদেরার। এ ব্যপারে তিনি বলেন,‘এ পুরস্কার জিততে ইংল্যান্ডের জনগন আমাকে বেছে নেওয়ায় গর্বিত আমি।’
ফেদেরারকে বিবিসি ওভারসেজ স্পোর্টস পারসোনালিটি পুরস্কার জিততে পেছনে ফেলতে হয়েছে, টম ব্রাডি (আমেরিকান ফুটবলার), কাইট লিডিসিকি (সাতারু), তাটওয়ানা ম্যাকফাডিন (প্যারা অ্যাথলেট), সেলি প্যারাসন (অ্যাথলেট) ও মাইকেল ভ্যান গারউইনকে।
ছয় মাস পর চলতি বছর জানুয়ারিতে হাঁটুর চোট কাটিয়ে কোর্টে ফিরেছিলেন ফেদেরার। রাফায়েল নাদালকে হারিয়ে এ সুইস তারকা জিতেছিলেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন।
Discussion about this post