এক সময় ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন। অর্জনের খাতায় কিছু মাইলফলকও রয়েছে স্টিভ ওয়াহ’র। এবার তার ছেলে অস্টিন ওয়াহ আসছেন ঝড় তুলতে। এরইমধ্যে সেই বার্তাও দিয়েছেন এ অলরাউন্ডার। তাইতো আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া স্কোয়াডে জায়গা হয়েছে তার।
এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন অস্টিন। এ বছরের শুরুতে শ্রীলঙ্কান যুব দলের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছিলেন এই অলরাউন্ডার। এবার তিনি খেলবেন বিশ্বকাপ।
বিশ্বকাপে অস্ট্রেলিয়া যুবাদের নেতৃত্বে রয়েছেন জেসন সাঙ্গা। রায়ান হ্যারিস রয়েছেন কোচের দায়িত্বে। এরইমধ্যে অজিদের ১৫ ক্রিকেটারের মধ্যে সাতজন অবস্থান করছেন নিউজিল্যান্ডে।
নিউজিল্যান্ড বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে খেলবে অস্ট্রেলিয়ার যুবারা। তাদের সঙ্গী হিসেবে সেখানে রয়েছে ভারত, জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনি। ১৪ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নামবে অস্ট্রেলিয়া। ১৩ জানুয়ারি পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ফাইনাল ৩ ফেব্রুয়ারি।
			
                                









Discussion about this post