ফ্রাঞ্চাইজি ক্রিকেট মানেই অর্থের ঝনঝনানি! ২০ ওভারের ক্রিকেটে মোটা অঙ্কের অর্থ নিয়েই খেলে থাকেন ক্রিকেটাররা। জানা গেছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে ব্যয়বহুল দল ছিল রানার্সআপ ঢাকা ডায়নামাইটস। সাকিবের দলের পেছনে প্রায় ২০ কোটি টাকা ব্যয় করেছে মালিকানাধীন প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ। দ্বিতীয় ব্যয়বহুল দল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। দলটির মালিকানাধীন প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ ব্যয় করেছে ১৫ কোটি টাকারও বেশি।
জানা গেছে দুই তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালামের পেছনেই তাদের ব্যয় ৭ কোটি টাকা! তারা অবশ্য দুর্দান্ত খেলে সেই অঙ্কটা পুষিয়ে দিয়েছেন। এরমধ্যে গেইল হয়েছেন ফাইনাল ও টুর্নামেন্টের সেরা ক্রিকেটার।
এবারের বিপিএলে সবচেয়ে কম খরচে দল গড়ে চট্টগ্রাম। জানা গেছে ১০ কোটি টাকার মধ্যেই ছিল তাদের খরচ। টুর্নামেন্টে অংশ নেওয়া সাতটি ফ্র্যাঞ্চাইজি গড়ে ১০ থেকে ১২ কোটি টাকায় দল গড়েছে। সিলেট সিক্সার্স সবার আগে খেলোয়াড়দের শতভাগ পাওনা বুঝিয়ে দিয়েছে।
Discussion about this post