অবধারিতভাবেই টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যানটির নাম ক্রিস গেইল। বয়স ৩৮ পেরিয়ে গেলেও এখনো সেই আগের মতোই চলে তার ব্যাটে তান্ডব! যা মঙ্গলবার রাতে দেখল ঢাকা ডায়নামাইটস। তার বিস্ফোরক ইনিংসে পুড়ে ছারখার সাকিব আল হাসানের দল। ঢাকার চতুর্থ ট্রফি জয়ের স্বপ্ন ভেঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা পেল রংপুর রাইডার্স। অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার প্রথম ট্রফি এনে দিলেন উত্তরবঙ্গের দলটিকে। যদিও অধিনায়ক ম্যাশের এটি চতুর্থ ট্রফি।
মিরপুরের শেরবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুর ২০ ওভারে ১ উইকেট হারিয়ে করে ২০৬ রান। এরপর রান পাহাড়ের সামনে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলে ঢাকা। ৫৭ রানে ফাইনাল জিতে নেয় মাশরাফির দল।
এদিন নিজেকে তিনি নিয়ে গেলেন অনন্য চূড়ায়। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি-টুয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রান করার রেকর্ড গড়লেন তিনি। একই সঙ্গে বিপিএলে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন এ ক্যারিবিয়ান ব্যাটসম্যান। বাংলাদেশের এই টুর্নামেন্টে ২৬টি ম্যাচ খেলেছেন গেইল। এরমধ্যে হাঁকালেন ১০৭টি ছক্কা।
বিপিএলের পঞ্চম আসরের ফাইনালে রংপুর রাইডার্সের এই তারকা বিস্ময় জাগানো ব্যাটিং করলেন। ৫৭ বলে সেঞ্চুরি করলেন। আর শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৪৬ রানে। এর আগে খুলনা টাইটান্সের বিপক্ষে এলিমিনেটরে ১২৬ রানে অপরাজিত ছিলেন গেইল। তার ঝড়ে ২০৬ রান তুলে রংপুর। গেই এই শতরান করার পথে টি-টুয়েন্টিতে ১১ হাজার রান পূর্ণ করেন গেইল। ফাইনালে ব্যাটিংয়ে নামার সময় তারনামের পাশে ছিল ১০,৯১০ রান। শেষ পর্যন্ত ৫৭ বলে ৪টি চার ও ১১টি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন গেইল। বিপিএলে এটি তার পঞ্চম শতরান। টি-টুয়েন্টিতে সবমিলিয়ে এটি গেইলের ২০তম শতক।
ম্যাককালাম অন্যপ্রান্তে দাঁড়িয়ে করেন ৪৩ বলে ৫১ রান। জবাব দিতে নেমে একের পর এক উইকেট হারিয়েছে ঢাকা। এমমধ্যে যা একটু লড়লেন সাকিব আর জহিরুল ইসলাম। গতবারের চ্যাম্পিয়ন ঢাকার ক্যাপ্টেন আউট ১৬ বলে ২৬ রানে। আর জহিরুলের ব্যাটে ৫০।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রাইডার্স : ২০ ওভারে ২০৬/১ (চার্লস ৩, গেইল ১৪৬*, ম্যাককালাম ৫১*; সাকিব ১/২৬)
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৪৯/৯ (জহিরুল ৫০, সাকিব ২৬, লুইস ১৫, সোহাগ গাজী ২/৩২, উদানা ২/২৫, নাজমুল ২/৮)
ফল: রংপুর ৫৭ রানে জয়ী
ফাইনালসেরা: ক্রিস গেইল
Discussion about this post