গাজী ট্যাংক কিনে আগেভাগেই দুই শীর্ষ তারকা সাকিব-তামিমসহ বেশ ক’জন ক্রিকেটারকে মোটা অঙ্কের অর্থ দিয়েছেন লুত্ফর রহমান বাদল। ক্রিকেটপাড়ায় এ চাউর চার-পাঁচ মাস ধরেই। সেটা যে শুধুই গুঞ্জন নয়, সত্যি-গতকাল মিলল তার প্রমাণ।
গাজী ট্যাংক ক্রিকেটার্সের চেয়ারম্যান লুৎফর রহমান পরিষ্কার জানিয়ে দিলেন-‘আমি সাকিব-তামিম, সাব্বির রহমান রুম্মন, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন মিলন আর বিশ্বনাথ হালধারকে অগ্রিম ১ কোটি ৭ লাখ টাকা দিয়েছি।’
এটাই শেষ কথা নয়, বিসিবি ও সিসিডিএমের জন্য বড়সড় হুমকিও আছে। বুধবার গাজী ট্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক পত্রে দুটি আল্টিমেটাম দেওয়া হয়েছে। প্রথমত ওই অর্থ ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। না হয় যাদের অর্থ দেওয়া হয়েছে তাদের গাজী ট্যাংকে খেলানোর অনুমতির দাবিও জানানো হয়েছে। না হয় ১০ সেপ্টেম্বর থেকে লিগ নাও খেলতে পারে গাজী ট্যাংক। ক্লাবের পক্ষ থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবি ভারপ্রাপ্ত সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং সিডিএম চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে কাল চিঠিও দেওয়া হয়েছে।
হাতে না পেলেও ওই চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন সিসিডিএমপ্রধান জালাল ইউনুস।এ প্রসঙ্গে জালাল জানান,- ‘বোর্ডে চিঠি জমা পড়েছে। আমি আগে হাতে পাই তারপর দেখব। আর চিঠিটা মূলত বোর্ডপ্রধানের কাছে লেখা। কাজেই তার সঙ্গে কথা বলতে হবে। অগ্রিম পেমেন্টের বৈধ কাগজপত্র থাকলে অবশ্যই তা সমাধান করতে হবে। তবে সেটা বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনই ভালো জানেন। তিনিই বলতে পারেন কীভাবে এর সমাধান করা যায়।’
২০১২-১৩ প্রিমিয়ার লিগে দল গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে বেশ ক’জন ক্রিকেটারকে অগ্রিম অর্থ দেন গাজী ট্যাংক চেয়ারম্যান লুত্ফর রহমান বাদল। দুই শীর্ষ তারকা তামিম ও সাকিবকে ৩৫ লাখ করে, অলরাউন্ডার সাব্বির রহমান রুম্মনকে ১৫ লাখ, নুরুল হাসান সোহানকে ১৮ লাখ, নাজমুল হাসান মিলন এবং বিশ্বনাথ হালদারকে ২ লাখ টাকা করে অগ্রিম অর্থ দেওয়ার দাবি গাজী ট্যাংকের চেয়ারম্যানের।
Discussion about this post