নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট দলে জায়গা পাওয়ার দাবীটা জোরালো করলেন মার্শাল আইয়ুব। খুলনায় তিনদিনের প্রস্তুতি ম্যাচে পুরনো ঢাকার এ তরুণের ব্যাট ঝলসে উঠেছে। বুধবার দারুণ সেঞ্চুরি হাঁকিয়েছেন মার্শাল। ওয়ানডে স্টাইলে খেলে করেছেন ১৪৭ রান (১৩৭ বলে)। তাতেই মুশফিকুর রহিমের বিসিবি সবুজের চেয়ে ১৪ রানে এগিয়ে গেছে বিসিবি লাল।
দিন শেষে মার্শালের ব্যাটের ঝড়ে ঢাকা পড়লেও পিছিয়ে ছিলেন না আবদুর রাজ্জাকও। আগের দিন ৪ উইকেট পাওয়া এ বাঁহাতি স্পিনার দখল করেছেন ৭ উইকেট (৭৩ রানে)। তার স্পিন ঘূর্ণি সামলাতে পারেননি মুশফিকুর রহিমও। আগের দিন ৬৯ রানে নটআউট সবুজ দলের অধিনায়ক রাজ্জাকের বলেই ৮৪ রানে ফিরে গেছেন।
সংক্ষিপ্ত স্কোর-
বিসিবি সবুজ ১ম ইনিংস : ২৬৮/১০ (মুশফিক ৮৪, মেহরাব জুনিয়র ৫১, সোহাগ গাজী ৩২; রাজ্জাক ৭/৭৩, মাহমুদউল্লাহ ২/৩১, মাশরাফি ১/৪০)।
বিসিবি লাল ১ম ইনিংস : ২৮২/৫ (এনামুল ১৩, মার্শাল আইয়ুব ১৪৭ ব্যাটিং, নাসির ৩৪, মাহমুদউল্লাহ ২৩, সৌম্য সরকার ৫৫ ব্যাটিং; রবিউল ২/৩২, রুবেল ১/৪২, আল-আমিন ১/১৭)।
Discussion about this post