চন্ডিকা হাথুরুসিংহে অধ্যায় শেষ! এবার নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোচ নির্বাচনে প্রোফাইলের ওপর গুরুত্ব দিচ্ছে বোর্ড। বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী মঙ্গলবার জানালেন, ‘বাংলাদেশ দলের জন্য হাই প্রোফাইল কোচ আনার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। ক্রিকেটে বিশ্বে হাই প্রোফাইল কোচদের সবসময় পাওয়া যায় না। এখন যাদের পাওয়া যাচ্ছে, তাদের মধ্য থেকেই একজনকে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব দেয়ার চেষ্টা করছি।’
গত দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই বিসিবি’তে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন হাথুরুসিংহে। তারপর পরিস্থিতি বুঝতে অবশ্য কিছুটা সময় নিয়েছে বিসিবি। তবে এবার বাস্তবতা বুঝে নিয়েছে। তাইতো নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘হাই প্রোফাইল মানে, আমরা সব কিছু মিলে দেখতে চাইছি। যেহেতু আমাদের হাথুরুসিংহের মত কোচের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে। তার পদ্ধতি, টেকনিক এসব আমরা জেনেছি। তাই ওরকম কোচকেই আমরা হাই প্রোফাইল হিসেবে বিবেচনা করব। সেটা হতে পারে বড় কোনো নাম। তবে বড় নামের চেয়ে আমরা প্রোফাইলের ওপরই বেশি গুরুত্ব দিচ্ছি। কোচিং ক্যারিয়ারের প্রতি আমাদের আগ্রহটা বেশি।’
২০১৮ সালের শুরুতেই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে একটি ওয়ানডে টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। এরপরই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠেই টাইগারদের রয়েছে টি-টুয়েন্টি ও টেস্ট সিরিজ। বিসিবি চেষ্টা করছে, শ্রীলঙ্কা সিরিজের আগেই নতুন কোচকে আনতে। যদি ওই সময়ের মধ্যে তেমন কাউকে না পায় বিসিবি, তাহলে তাহলে অন্তবর্তীকালীন কোচ নিয়োগ দেবে সংস্থাটি।
তবে তার আগে আপদকালীন দ্বায়িত্ব পালন করতে দেখা যেতে পারে দেশের কোন কোচকে। এই দৌড়ে খালেদ মাহমুদ এগিয়ে।
Discussion about this post