আনুষ্ঠানিক চুক্তি এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। কথা প্রায় চূড়ান্ত। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে কোচ হতে যাচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে। এরইমধ্যে দুই পক্ষের সমঝোতা হয়ে গেছে। ৪৯ বছর বয়সী হাথুরু আসছে ডিসেম্বরেই হয়ে যাবে শ্রীলঙ্কার কোচ। এমন কী পদত্যাগ করা এই কোচ বাংলাদেশ এসে দ্বায়িত্ব বুঝিয়ে দেয়ার কাজটাও করছেন না!
এখন ভারতে সফরে আছে শ্রীলঙ্কান দল। দল দেশে ফিরতেই হাথুরুসিংহে টিমের সঙ্গে যোগ দেবেন। দিন কয়েক আগেই সিডনি থেকে কলম্বো গেছেন তিনি। লঙ্কান বোর্ডের সঙ্গে আলোচনাও বেশ সফলভাবে শেষ হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানালেন, ‘সত্যিই আমরা আনন্দিত যে আমাদের সমঝোতা সফল হয়েছে। হাথুরুসিংহে বোর্ডের সঙ্গে দেখা করেছেন। একই সঙ্গে আমরা যেসব সুবিধা দিয়ে থাকি তা নিয়ে দেখেছেন।’
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল কোচ হাথুরুসিংহেকে কে রাজী করানো গেল কিভাবে? তা নিয়েও মুখ খুলেছেন দেশটির ক্রিকেট কর্তারা। এক কর্মকর্তা জানালেন, ‘আমাদের সহ-সভাপতির খুব কাছের লোক হাথুরুসিংহে। হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে তিনিই তাকে রাজি করিয়েছেন।’
তবে লঙ্কান কোচ হতে কিছু আইনি জটিলতার মুখে পড়তে হবে হাথুরুসিংহেকে। ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের সঙ্গে চুক্তি করা রয়েছে তার। এ অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সবুজ সঙ্কেত মিলতে হবে। হাথুরু বাংলাদেশে মাসে ২৫ হাজার ৮০০ ডলার পেতেন। বছরে যা ২ কোটি ৬০ লাখ টাকা। আর শ্রীলঙ্কায় তিনি পাবেন বছরে ৩ লাখ ডলারের প্যাকেজ। তিনিই হবেন লঙ্কানদের ইতিহাসে সবচেয়ে দামী কোচ।
Discussion about this post