ব্রিসবেনের উইকেটে একেবারে মন্থর গতিতে খেলেছে ইংল্যান্ড। কোন তাড়াহুড়ো নেই। অ্যাশেজ লড়াইয়ে দেখে-শুনে এগিয়ে যাচ্ছে সফরকারীরা। তবে সমান তালে দিনটা শেষ করেছে অস্ট্রেলিয়াও।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন বৃহস্পতিবারই টেস্ট জমে উঠার আভাস। ম্যাচে টস জিতে আগে ব্যাট করে জেমস ভিঞ্চ ও মার্ক স্টোনম্যানের ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৯৬ রান নিয়ে দিন শেষ করেছে ইংলিশরা।
ব্রিসবেনের পেস সহায়ক উইকেটে শুরুতেই সাজঘরের পথ ধরেন ইংল্যান্ড ওপেনার অ্যালেস্টার কুক। দলীয় স্কোর বোর্ডে মাত্র ১ রান যোগ হতেই স্টার্কের দারুন আউটসুইয়ের স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে মার্ক স্টোনম্যানকে নিয়ে স্বাগতিকদের বোলারদের ওপর প্রতিরোধ গড়ে তোলেন জেমস ভিঞ্চ। দলীয় ১৪৫ রানের মাথায় নাথান লায়নের অবিশ্বাস্য ফিল্ডিং জাদুতে ড্রেসিংরুমের পথ ধরেন তিনি। করেন ৮৩ রান। অধিনায়ক জো রুট এলবিডাব্লিউ হলে বিপদে পড়ে ইংল্যান্ড। এর আগেই স্টোনম্যানকেও ৫৩ রানে ফিরে যান
শেষ ঘণ্টায় দারুণ ব্যাটিং করেন মঈন আলি (১৩) ও ডেভিড মালান (২৮)।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৮০.৩ ওভারে ১৯৬/৪ (কুক ২, স্টোনম্যান ৫৩, ভিন্স ৮৩, রুট ১৫, মালান ২৮*, মঈন ১৩*; স্টার্ক ১/৪৫, হেইজেলউড ০/৫১, কামিন্স ২/৫৯, লায়ন ০/৪০)।
Discussion about this post