নাটকীয়তা শেষে মঙ্গলবার রাতে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে রংপুর রাইডার্স। এই জয়ের আনন্দে যখন মাশরাফি বিন মতুর্জার দল, তখনই দুঃসংবাদ! চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচে মন্থর ওভার রেটের কারণে জরিমানা দিতে হচ্ছে রাইডার্স অধিনায়ক মাশরাফি ও তার সতীর্থদের।
জানা গেছে মঙ্গলবার রাতের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে নির্ধারিত সময়ে দুই ওভারের ঘাটতি ছিল মাশরাফিদের। অধিনায়ক হওয়ায় ম্যাচ ফির ৪০ শতাংশ দিতে হবে ম্যাশকে। দলের অন্যদের কাটা যাবে ম্যাচ ফির ২০ শতাংশ।
মাঠের আম্পায়ারদের অভিযোগের পর ম্যাচ রেফারির কাছে দায় স্বীকার করেন মাশরাফি। এজন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। তারও আগে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয় সিলেট সিক্সার্স অধিনায়ক নাসির হোসেনকে। তার সতীর্থদের কাটা যায় ম্যাচ ফির ২০ শতাংশ।
ঢাকা পর্ব শেষে বিপিএল এবার গড়াবে চট্টগ্রামে। এগিয়ে থেকে বন্দরনগরীতে লড়াই শুরু করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
Discussion about this post