সাফল্যের আরো একটা স্বীকৃতি মিলল। এইতো সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে কলকাতা টেস্টে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। তারই পথ ধরে মঙ্গলবার আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ডেভিড ওয়ার্নারকে সরিয়ে পাঁচে উঠলেন ভারত অধিনায়ক। টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০৪ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। মাত্র অষ্টম ক্রিকেটার হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ সেঞ্চুরি অনন্য রেকর্ড স্পর্শ করেন। আইসিসির প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন তিনি। আর ওয়ার্নার এক ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছেন।
টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থানে আছেন সাকিব আল হাসান। আর বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন হল ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজার। দুই থেকে তিনি তিনে নেমে গেছেন তিনি। আবার দুইয়ে উঠলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। রবিচন্দ্রন অশ্বিন ও রঙ্গনা হেরাথ চতুর্থ ও পঞ্চম স্থানেই আছেন। শীর্ষে আগের মতোই ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।
ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান দুই ধাপ এগিয়ে ২৮তম স্থানে রয়েছেন। চতুর্থ স্থান ধরে রাখলেন চেতেশ্বর পূজারা। প্রতিনিধি লোকেশ রাহুল অষ্টম স্থানে। শীর্ষে আছেন আগের মতোই অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ।
Discussion about this post