অবশেষে পথ খুঁজে পেয়েছে খুলনা টাইটান্সের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৬ ম্যাচে মাত্র দুই জয়ে চাপে ছিল দলটি। কিন্তু সময় মতো ছন্দ পেল তারা। রাজশাহী কিংসের বিপক্ষে তুলে নিয়েছে ২ উইকেটের রোমাঞ্চকর এক জয়। এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে গেছে খুলনা।
মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করে রাজশাহী কিংস। জবাব দিতে নেমে ৪ বল আর ২ উইকেট হাতে লক্ষ্যে পৌঁছে যায় খুলনা টাইটান্স। এনিয়ে পঞ্চম হারের তিক্ত স্বাদ পেল রাজশাহী।
ম্যাচে জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে খুলনা। তবে তৃতীয় উইকেট জুটিতে রাইলি রুশোর সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের ৬৭ রানের জুটি ম্যাচে ফেরায় খুলনাকে। রিয়াদ ৪৪ বলে করেন ৫৬ রান। শেষ ৩ ওভারে জিততে তাদের দরকার ছিল ছিল ৩৬ রান। আরিফুল ইসলাম সেই পথটা পাড়ি দেন। তার ব্যাটে অপরাজিত ৪৩ রান।
এর আগে রাজশাহীর হয়ে ২৯ বলে ফিফটি করেন ডোয়াইন স্মিথ। মুশফিকের ব্যাটে এই আসরে প্রথম ফিফটি ৩০ বলে। ৩৬ বলে ৭টি চার ও চারটি ছক্কায় ৬২ রান করে বিদায় নেন স্মিথ। মুশফিক ৩৩ বলে ৫৫ রান করেন। রাজশাহীর পাকিস্তানি বাঁহাতি এই পেসার জুনাইদ খান ৪ উইকেট নেন ২৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
রাজশাহী কিংস: ২০ ওভারে ১৬৬/৮ (স্মিথ ৬২, মুমিনুল ৫, বেল-ড্রামন্ড ০, জাকির ০, মুশফিক ৫৫, ফ্র্যাঙ্কলিন ২৯*, স্যামি ৩, মিরাজ ৩, সামি ৩, নাঈম জুনিয়র ১*; জায়েদ ২/২৯, জুনাইদ ৪/২৭, শফিউল ০/৩৫, ব্র্যাথওয়েট ১/৩৩, আফিফ ১/২৩)
খুলনা টাইটান্স: ১৯.২ ওভারে ১৬৮/৮ (ওয়ালটন ৪, রুশো ২০, প্রসন্ন ৬, মাহমুদউল্লাহ ৫৬, আফিফ ৫, ব্র্যাথওয়েট ১২, শান্ত ৪, আরিফুল ৪৩*, শফিউল ৫, জুনাইদ ১*; সামি ৩/২৯, হোসেন ১/৩৮, ফ্র্যাঙ্কলিন ২/৩০, মিরাজ ১/২৪, স্মিথ ১/২৬)
ফল: খুলনা টাইটান্স ২ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আরিফুল হক
Discussion about this post