মাঠে উত্তেজনা ধরে রাখতে না পেরে শাস্তির মুখে পড়লেন সাকিব আল হাসান। কুমিল্লা ভিক্টেরিয়ানসের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে সোমবার আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তিকর প্রক্রিয়া দেখান ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক। ২৪ ঘন্টা না পার হতেই শাস্তি পেলেন তিনি। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একই অপরাধে শাস্তি পেয়েছিলেন তামিম ইকবাল, সাব্বির রহমান ও লিটন দাস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে ইমরুল কায়েসের বিপক্ষে এলবিডাব্লিউর জোরালো আবেদন করেন সাকিব। আম্পায়ার র্যানমোর মার্টিনেজ তাতে সাড়া না দিলে মেজাজ হারিয়ে তার সঙ্গে খারাপ আচারণ করেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক। সেটির শাস্তি হিসেবে এ অলরাউন্ডারকে গুনতে হয়েছে ম্যাচ ফির ৫০ শতাংশ। তাঁর নামের পাশে যোগ হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট। আর ১টি পয়েন্ট যোগ হলেই সাকিব নিষিদ্ধ হবেন বিপিএলে এক ম্যাচ। এমন শঙ্কা ভর করছে সাব্বির, তামিম ও লিটনের ওপরও।
সাকিবের পাশাপাশি ম্যাচে শাস্তি পেয়েছেন হাসান আলি। মোসাদ্দেক হোসেনকে আউট করে এ পাকিস্তানি সেভাবে তাকে সাজঘরের পথ দেখিয়েছিলেন, তাই দৃষ্টিকটু মনে হয়েছে আম্পায়ারদের কাছে। এজন্য এ ডানহাতি পেসারকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।
Discussion about this post