বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সিক্সার্সকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস। এনিয়ে পঞ্চম ম্যাচে পেয়েছে দ্বিতীয় জয় দলটি। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার সিলেটের করা ১৪৬ রান রাজশাহী টপকে যায় অনায়াসে। ১৫ বল বাকি থাকতে জয়টা তো অনায়াসই। সিলেটের এটি ষষ্ঠ ম্যাচে তৃতীয় হার।
বিপিএলে অভিষেকই আলো ছড়ালেন জাকির হাসান। যদিও তাকে দেখে মনেই হয়নি এতবড় মঞ্চে প্রথমবার খেলছেন। শুরু থেকেই সিলেট সিক্সার্সের বিপক্ষে এ বাঁহাতি ঝড় তুলেন। তার অপরাজিত ২৬ বলে ৫১ রানে ভর করে রাজশাহী কিংস জিতে ৭ উইকেটে। ম্যাচসেরা সংগত হিসেবেই জাকির। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে উইকেটকিপার ব্যাটসম্যান ছিলেন তিনি। বয়সভিত্তিক পর্যায় থেকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন তিনি। তবে এখনই জাতীয় দল দেখছেন না। জানেন আরো লড়াই করতে হবে তাকে। বলছিলেন, ‘এখন যেহেতু হাই পারফরম্যান্স দলে আছি, সেভাবেই আমি প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি যাতে আমি পরবর্তী লেভেলে গেলে ভালো করতে পারি। সঙ্গে মানসিকভাবেও প্রস্তুতি নিচ্ছি আমি।’
সংক্ষিপ্ত স্কোর-
সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৪৬/৬ (থারাঙ্গা ১০, ফ্লেচার ০, গুনাথিলাকা ৪০, নুরুল ১০, নাসির ৯, সাব্বির ৪১, ব্রেসনান ২৯*, প্লাঙ্কেট ৬*; সামি ১/৩৬, মিরাজ ১/১২, উইলিয়ামস ২/৩২, ফ্রাঙ্কলিন ১/১৭, সামিত ১/৬)।
রাজশাহী কিংস: ১৭.৩ ওভারে ১৫০/৩ (মুমিনুল ৪২, রনি ২৪, সামিত ১, জাকির ৫১*, মুশফিক ২৫*; নাসির ১/২০, নাবিল ১/২৭, আবুল হাসান ১/১৭)
ফল: রাজশাহী কিংস ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জাকির হাসান
Discussion about this post