একেই বলে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা! তবে জয়টা মোটেও সহজ ছিল না। সহজ প্রতিপক্ষের বিপক্ষে কঠিন লড়াই করে তবেই জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নেপালকে নাটকীয়ভাবে হারিয়ে যুব এশিয়া কাপে শুভ সূচনা করেছে জুনিয়র টাইগাররা। শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে ডাকওয়ার্থ ও লুইস ম্যাথডে ২ উইকেটে হারিয়েঠে তারা।ম্যাচে জিততে শেষ দুই ওভারে ১৬ রান দরকার ছিল বাংলাদেশের যুবাদের। হাতে ৫ উইকেট।এ অবস্থায় দলকে নাটকীয় জয় এনে দেন নাঈম হাসান ও রবিউল হক।
ম্যাচে বোলিংয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশের যুবারা। ৭০ রানের মধ্যে চার ব্যাটসম্যানকে সাজঘরে। কিন্তু পঞ্চম উইকেটে বাঁধা হয়ে দাঁড়ান নেপালের রোহিত কুমার ও ভিম শারকি। ১৩.২ ওভারে ৭৯ রানের জুটি গড়েন তারা। ৪০ বলে ৪৪ রান করে ফিরেন ভিম। রোহিতের ব্যাটে ৪০ রান। ৪০.১ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান করে নেপাল। ঠিক সে সময় বৃষ্টির বাঁধায় পড়ে ম্যাচ।
তারপর নেপালের ইনিংস আর মাঠে গড়ায়নি। বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০ ওভারে ১৮১ রান। জুনিয়র টাইগাররা যা টপকে যায় ২ উইকেট আর ১ বল হাতে রেখে। তিন চার ও এক ছয়ে ৫২ রান করে সাজঘরে ফেরেন নাইম শেখ। আফিফ হোসেন করেন ৩৩ রান।
রোববার টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সংক্ষিপ্ত স্কোর-
নেপাল অনূর্ধ্ব-১৯: ৪০.১ ওভারে ১৬৭/৬ (জিতেন্দ্র ৬, আসিফ ৩০, অনিল ১৯, দিপেন্দ্র ১২, রোহিত ৪০, ভিম ৪৪, প্রকাশ ৪*, কমল ৬*; হাসান ১/৩০, অনিক ১/৪৮, নাঈম ৩/৩৩, রবিউল ০/১৬, আফিফ ১/২৫, সাইফ ০/১৩)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: (৪০ ওভারে লক্ষ্য ১৮১) ৩৯.৫ ওভারে ১৮১/৮ (পিনাক ২৪, নাইম শেখ ৫২, সাইফ ১২, তৌহিদ ১৫, আফিফ ৩৩, আমিনুল ০, অঙ্কন ২৩, অনিক ০, রবিউল ৫*, নাঈম ৫*; অনিল ১/৩১, দিপেন্দ্র ১/৩৮, কিশোর ১/১৬, কমল ২/৩৭, সন্দ্বিপ ২/৩৫, শাহাব ০/১৯)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২ উইকেটে জয়ী।
Discussion about this post