দেশের ক্রিকেটে সবচেয়ে শ্রদ্ধা অর্জন করা খেলোয়াড়ের তালিকা করতে গেলে অবশ্যই তার নামটি থাকবে শীর্ষে। জুনিয়র থেকে সিনিয়র সবার চোখেই মাশরাফি বিন মতুর্জা আদর্শ। সবার প্রতিই তিনি বাড়িয়ে দেন সহযোগিতার হাত। সেই উদার, সিংহ হৃদয় ক্রিকেটারটির সঙ্গে মাঠে অশোভন আচরণ করলেন শুভাশিস রায়। ঘটনা বুধবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচের।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের ১৭তম ওভারে ঘটল এই ঘটনা। শুভাশিস দারুণ ইয়র্কার আটকে দিলেন ব্যাটসম্যান মাশরাফি। নিজের বলে ফিল্ডিং করেই বল মাশরাফির দিকে ছুড়ে মারতে উদ্যত হলেন শুভাশিস। মাশরাফি হাত ইশারায় যা বললেন, তার ,মানে দাঁড়ায়-, ‘যাও বল করো’।
এরপরই রেগে উঠেন শুভাশিস! চমকে দিয়ে তেড়ে যান রংপুরের অধিনায়ক মাশরাফির দিকে। জুনিয়র ক্রিকেটারের এমন আচরণে বিস্মিত মাশরাফি। শুভাশিস তারপরও থামেন না। সতীর্থরা হাত-পা ছুড়ে গর্জে চলে। সতীর্থরাও যেন থামাতে পারছিলেন না তাকে।
শ্রদ্ধাভাজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরনে অবাক সবাই। সংবাদ সম্মেলনে মাশরাফিকে এনিয়ে প্রশ্ন করতেই এড়িয়ে যেতে চাইলেন, ‘ঘটনা যা ছিল, তা সিরিয়াস কিছু নয়। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এ রকম হয়। সিরিয়াস কিছু নয়। আমি মনে করি, আই শুড সে সরি টু হিম। আমারই সরি বলা উচিত। ক্রিকেটেরই অংশ। হয়ে থাকে এমন। ওর জায়গা থেকে হয়ত ঠিকই আছে। সে জিততে চায়, আমিও জিততে চাই।’
এখানেই শেষ নয়। বড় মনের মানুষ মাশরাফি আরো বলেন, ‘যেহেতু সে আমার ছোট, আমার আরেকটু মাথা ঠাণ্ডা রাখলে ভালো হতো। সিরিয়াস কিছু হয়নি অবশ্যই। আমি জানি না, ওর কি করা উচিত ছিল। কিন্তু সিনিয়র হিসেবে আমার আরেকটু শান্ত থাকলে ভালো হতো।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে অবশ্য শুভাশিস মাশরাফির কাছে ক্ষমা চাননি!
Discussion about this post