আগের ম্যাচের মতো তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরতে হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। সিলেট সিক্সার্সের বিপক্ষে আক্ষেপ নিয়ে মাঠে ছেড়েছিল তারা। তবে মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসকে ৮ উইকেটে হারিয়েছে তারা। এবারের বিপিএলে দুই ম্যাচে প্রথম জয়ের দেখা পেল দলটি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭ উইকেটে ১৪৩ রান করে চিটাগং। দলের হয়ে লুক রঞ্চি করেন ৪০ রান।
সৌম্য সরকারের ব্যাটে ৩৮। দুই ‘আইকন’ সৌম্য সরকার ও লুক রঞ্চি মিলে ৬ ওভারে করেন ৬৩ রান। ৪ চার ও ৩ ছয়ে ২১ বলে ৪০ তুলে ফিরেন রঞ্চি। সাইফউদ্দিন বল হাতে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। ম্যাচসেরা তিনিই।
জবাবে ১৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে কুমিল্লা। জস বাটলারের ব্যাটে ৪৮। ইমরুল কায়েস ৩৩ ও মার্লন স্যামুয়েলসের ব্যাটে ৩৫ রান আসে।
সংক্ষিপ্ত স্কোর-
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৪৩/৭ (রনকি ৪০, সৌম্য ৩৮, মুনাবিরা ২১, এনামুল ৩, মিসবাহ ৬, রিস ৯, রাজা ১৮*, শুভ ৩, সানজামুল ১*; সানি ০/১৯, আল আমিন ১/২৮, ব্রাভো ২/২৯, নবি ১/১৮, রশিদ ০/২১, সাইফ ৩/২৪)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৭.২ ওভারে ১৪৪/২(লিটন ২৩, বাটলার ৪৮, ইমরুল ৩৩*, স্যামুয়েলস ৩৫*; সানজামুল ০/২৭, শুভ ০/২৯, তাসকিন ০/৩৬, শুভাশিস ২/২৪, রাজা ০/১৭, রিস ০/১০)।
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সোহাম্মদ সাইফউদ্দিন
Discussion about this post