শেষ পর্যন্ত অল্পতেই রক্ষা পেলেন নাসির হোসেন। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে নিয়ম ভেঙ্গে ছিলেন তিনি। তার খেসারত অবশ্য তেমন করে গুনতে হয়নি সিলেট সিক্সারসের অধিনায়ক নাসির হোসেন ও ম্যানেজার হাসিবুল হোসেন শান্তর। আচরণবিধি ভাঙার দায়ে দুজনকে শুধু সতর্ক করেই ক্ষমা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৬ মিনিট দেরিতে টস করতে যান নাসির। একই সঙ্গে সিলেটের খেলোয়াড় তালিকা হাতে লিখে জমা দিয়েছিলেন।
আন্তর্জাতিক এমনকি ঘরোয়া ক্রিকেটে এখন খেলোয়াড় তালিকা কম্পিউটারে কম্পোজ করা হয়। দলীয় অধিনায়ক ও ম্যানেজার সেই কাগজে শুধু স্বাক্ষর করেন। শেষ মুহূর্তে চট জলদি তালিকা জমা দেয় সিলেট।
দেরিতে টস করতে যাওয়া ও হাতে লেখা তালিকা জমা দেয়ায় তাঁদের বিরুদ্ধে রিপোর্ট করেন মাঠের দুই আম্পায়ার মাসুদুর রহমান ও রিয়াজ উদ্দিন। ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে নিজেদের ভুল স্বীকার নেয়াতে শুনানি হয়নি। আচরণবিধি ভঙ্গে নাসির-হাসিবুলকে শুধু সতর্ক করা হয়। অবশ্য একটি ডিমেরিট পয়েন্ট তাদের নামের পাশে জমা হয়েছে। চার পয়েন্ট যোগ হলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন।
Discussion about this post