টানা আরেকটি জয় তুলে নিয়েছে সিলেট সিক্সার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রোববার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। কুমিল্লার ১৪৫ রান ১ বল বাকি রেখে টপকে যায় নাসির হোসেনের দল। নতুন ফ্রাঞ্চাইজির অধীনে অভিষেক টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে তারা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেম কুমিল্লা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলে ১৪৫ রান। মার্লন স্যামুয়েলস করেন ৬০। এরপর জবাব দিতে নেমে সিলেট দুই ওপেনার উপুল থারাঙ্গা আন্দ্রে ফ্লেচারের চমকে দ্রুত জয়ের কাছাকাছি পৌঁছে যায়। ২৯ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৬ রানে ফ্লেচার আউট হলে ভাঙে ৭৩ রানের জুটি। ৪০ বলে ৫ চার ও ২ ছয়ে ৫১ রান করে রান আউট থারাঙ্গা।
ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন উপুল থারাঙ্গা আর ম্যাচের এক্সাইটিং ক্রিকেটারের পুরস্কার পেলেন নুরুল হাসান সোহান।
সংক্ষিপ্ত স্কোর-
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৪৫/৬ (লিটন ২১, ইমরুল ১২, স্যামুয়েলস ৬০, বাটলার ২, অলক ২৬, নবি ৫, ব্রাভো ১১*, সাইফ উদ্দিন ১*; নাসির ১/১৮, সান্টোকি ২/৩০, আবুল হাসান ০/৪১, প্লাঙ্কেট ১/৩১, তাইজুল ২/২২)।
সিলেট সিক্সার্স: ১৯.৫ ওভারে ১৪৭/৬ (থারাঙ্গা ৫১, ফ্লেচার ৩৬, সাব্বির ৩, নাসির ১৮, হোয়াইটলি ১০, শুভাগত ৭, প্লাঙ্কেট ১*, নুরুল ১১*; সানি ০/৯, নবি ১/২২, আল আমিন ০/২৭, রশিদ ১/১৮, ব্রাভো ০/৩৪, সাইফ ০/৯, স্যামুয়েলস ০/২২)।
ফল: সিলেট সিক্সার্স ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: উপুল থারাঙ্গা
Discussion about this post