এবার আঁতশী কাচের নীচে যাচাই করা হবে চন্ডিকা হাথুরুসিংহের সাফল্য-ব্যর্থতাও! বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টিতে বাংলাদেশের ব্যর্থতার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু ক্রিকেটারই নয়, কোচের কাছেও জবাব চাইবেন নাজমুল হাসান পাপন। বুধবার তৃতীয় মেয়াদে বিসিবির সভাপতি হয়ে তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।
এবারো নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিয়েছে নাজমুল হাসানদের প্যানেল। নির্বাচনে ২৫জন পরিচালকের মধ্যে ২০ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সরাসরি পরিচালক দুজন। বাকি তিনটি পদে নির্বাচন হয়। যেখানে পাশ করেছেন নাঈমুর রহমান দুর্জয়, আশফাকুর রহমান ও আলমগীর খান আলো।
বুধবার পাপন জানালেন প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে ছুটি শেষ হলেও তাকে ডেকে এনে কারণ জানতে চাওয়া হবে। বোর্ড সভাপতি, ‘দেখুন, প্রধান কোচের মতামত আমাদের জানা দরকার। এই পারফরম্যান্স নিয়ে তার মতামত জানা প্রয়োজন। আমাদের পারফরম্যান্স কেন এমন হলো? তার কি মন্তব্য এই ব্যাপারে? তার সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে। সে যদি এখন ছুটিতে থাকে তাহলেও চেষ্টা করব দেশে এনে তার সঙ্গে কথা বলার। আমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ হারতেই পারে। তবে এভাবে হারাটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এটা নিয়ে তাই খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে হবে। কোচিং স্টাফদের সঙ্গে কথা বলতে হবে। ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে।’
সবার সঙ্গে কথা বলে সমাধানের পথ খোঁজা হবে বলে জানান তিনি। বলেন, ‘আমাদের আসল সমস্যা কোথায়, সেটা জানতে হবে। বিষয়গুলো জেনে যত দ্রুত সম্ভব দূর করার জন্য ব্যবস্থা নিতে হবে। কারণ আমরা মনে করি, এত দিন বেশিরভাগ ম্যাচেই আমরা বাংলাদেশে খেলেছি।’
Discussion about this post