টেস্টে হয়নি, ওয়ানডেতেও দেখা মিলেনি জয়ের। তাহলে কী টি-টুয়েন্টিতে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হবে? এমন প্রশ্ন সামনে রেখে বৃহস্পতিবার টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে শুরু হবে সাকিব আল হাসান অধ্যায়। এই অলরাউন্ডারের নেতৃত্বে টি-টুয়েন্টিতে নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। সাকিবের ম্যাচে জয় চায় বাংলাদেশ।
ব্লুমফন্টেইনে ২ ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়। খেলাটি সরাসরি দেখাবে বিটিভি ও জিটিভি।
ইনজুরিতে দেশে ফেরায় ম্যাচটি তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানকে ছাড়াই খেলতে হবে টাইগারদের। তবে দলের রিজার্ভ বেঞ্চ বেশ শক্ত। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যেমনটি বলছিলেন, ‘ওয়ানডে সিরিজে বেশ কিছু ভুল করেছি আমরা। টি-টুয়েন্টিতে সেগুলো কাটিয়ে উঠতে পারলে জয় পাওয়া সম্ভব।’ নেতৃত্বের শুরুটা রাঙিয়ে তুলতে প্রস্তুত সাকিবও।
ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকাও। দলের নিয়মিত অধিনায়ক ফাফ ডু-প্লেসিস নেই। খেলবেন নাকাগিসো রাবাদাও। অবশ্য এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক আছেন। তাদের সামাল দেয়াটা সহজ হবে না।
ইতিহাস জানাচ্ছে টি-টুয়েন্টিতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে ৪বার। কিন্তু একবারও জিততে পারেনি মুশফিক-সাকিবরা।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও সাইফুদ্দিন।
দক্ষিণ আফ্রিকা দল : জেপি ডুমিনি (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিঙ্ক, বেরুন হেন্ডড্রিক্স, ডেভিড মিলার, মাঙ্গালিসো মোসেলে, ডেন প্যাটারসন, অ্যারন ফাঙ্গিসো, অ্যানদিলে ফেলুকায়ো, ডোয়েন প্রিটোরিয়াস ও তাবরেজ শামসি।
Discussion about this post