ইনজুরি কাটিয়ে উঠেছেন কিছুদিন আগেই। এখনো সেই চেনা ফিটনেস ফির পান নি। তারপরও নিজেকে খুঁজে পেলেন লিওনেল মেসি। তার দারুন হ্যাটট্রিকে রোববার লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন বার্সোলোনা।
ম্যাচের পাঁচটিই গোলই হয় প্রথমার্ধে। ১০ মিনিটে বার্সাকে এগিয়ে নেন আর্জেন্টাইন যাদুকর মেসি। এরপর ব্যবধান দ্বিগুন করার কাজটাও চারবারের ফিফা বিশ্বসেরা ফুটবলার। বেশ ভাল খেলেছেন নেইমার। ব্রাজিল তারকার পাস থেকেই ৩৯ মিনিটে লিগে মৌসুমের প্রথম হ্যাটট্রিক করেন মেসি। লা লিগায় এটি তার ১৭তম ও বার্সার হয়ে সব মিলিয়ে ২৩তম হ্যাটট্রিক।
৪৪ মিনিটে বাইসাইকেল কিকে হেল্ডার পোস্তিগার দারুন এক গোলে প্রান ফিরে আসে ম্যাচে। এরপর এভার বানেগার কর্নারের মাথা ছুইয়ে ব্যবধান আরো কমান তিনি (৩-২)।
দ্বিতীয়ার্ধে নিজের চতুর্থ গোলটি পেয়েই যাচ্ছিলেন মেসি। কিন্তু ৮২ ও ৮৪ মিনিটে সহজ দুটি সুযোগ হাতছাড়া করেন বিশ্বসেরা এই ফুটবলার।
এ অবস্থায় ৩ ম্যাচে পূর্ন ৯ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সা।
Discussion about this post