বাংলাদেশ ক্রিকেটে তিনি যেন হয়ে উঠেছেন রেকর্ডের বরপুত্র। সাকিব আল হাসান দুর্দান্ত ক্রিকেট খেলে দেশের হয়ে প্রায় সবগুলো রেকর্ডই যেন একের পর এক নিজের করে নিচ্ছেন। এবার আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৭ রান করলেই ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে অনন্য রেকর্ড গড়বেন তিনি। এইসঙ্গে তিনি হয়ে যাবেন বিশ্বের পঞ্চম অল-রাউন্ডার যার রয়েছে নূন্যতম ৫ হাজার রান ও ২০০ উইকেট।
ক্রিকেট বিশ্বে ওয়ানডেতে একসঙ্গে ৫ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া অলরাউন্ডারদের তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জ্যাক ক্যালিস, শ্রীলঙ্কান লিজেন্ড সনাৎ জয়সুরিয়া ও পাকিস্তানের শহিদ আফ্রিদি ও আব্দুর রাজ্জাক। রেকর্ডটি গড়তে ক্যালিসের ১৯৭, জয়সুরিয়ার ২০৪, আফ্রিদি ও রাজ্জাকের লেগেছিল যথাক্রমে ২৩৯ ও ২৫৮ ম্যাচ।
সাকিব খেলেছেন ১৭৭ ম্যাচে করেছেন ৪৯৮৩ রান। আর বল হাতে নিয়েছেন ২২৪ উইকেট। যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই এই মাইলফলকটা পেরিয়ে যেতে প্রস্তুত সাকিব। রোববার সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সঙ্গে লড়বে টাইগাররা।
ওয়ানডেতে ৫ হাজার রান ও ২০০ উইকেট নেয়া ক্রিকেটার
খেলোয়াড় দেশ ম্যাচ রান উইকেট
সনাৎ জয়সুরিয়া শ্রীলঙ্কা ৪৪৫ ১৩৪৩০ ৩২৩
জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকা ৩২৮ ১১৫৭৯ ২৭৩
শহিদ আফ্রিদি পাকিস্তান ৩৭৮ ৭৬১৯ ৩৭৮
আব্দুর রাজ্জাক পাকিস্তান ২৬৫ ৫০৮০ ২৫৪
Discussion about this post