জাতীয় দলের ক্রিকেটাররা ব্যাট হাতে ব্যর্থ হলেও ‘এ’ দলের ব্যাটসম্যানরা ঠিকই দাপটে এগিয়ে যাচ্ছেন। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন সাদমান ইসলাম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার ৩২২ মিনিট ব্যাট করে তুলে নেন শতরান। তার নৈপুন্যে সফরকারীদের প্রথম ইনিংসের রান (২৫৫) টপকে ৬৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ ‘এ’দল। ৬ উইকেটে ৩২২ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। নুরুল হাসান সোহান ৫১ ও সানজামুল ইসলাম ৪ রানে ব্যাটিংয়ে আছেন।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১ উইকেটে ৩৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার সাদমানের (২২*) সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৫*) ১৩৭ রানের জুটি গড়ে তোলেন। ১৩৫ বলে ব্যক্তিগত ৬৯ রানে সাজঘরে ফিরেন শান্ত। আর সাদমান ১০৮ আউট। সাড়ে ৫ ঘণ্টায় ২১৯ বলে ১০৮ রান করেন ১৫ বাউন্ডারিতে।
৪টি চার ও ১ ছক্কায় মেহেদি হাসান ৩৫ রান করেন। আয়ারল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন নাথান স্মিথ ও অ্যান্ডি ম্যাকব্রাইন।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড ‘এ ’: ১ম ইনিংসে ২৫৫/১০
বাংলাদেশ ‘এ’: ১ম ইনিংসে ১০৩ ওভারে ৩২২/৬(আগের দিন ৩৮/১) (সাদমান ১০৮, শান্ত ৬৯, আল আমিন ০, ইয়াসির ৩৫, নুরুল ৫১*, মেহেদি ৩৫, সানজামুল ৪*; স্মিথ ২/৪২, টমসন ১/৩০, ম্যাকব্রাইন ২/৬৩, ডকরেল ১/৮৮)।
Discussion about this post