এরই নাম আসলে পাকিস্তান। কখন কেমন খেলবে তারা নিজেরাই যেন জানে না! সোমবার তাদের বোলাররা আগুণ ঝরালেন! সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শ্রীলঙ্কাকে বিপক্ষে দ্বিতীয় টেস্টের ২য় ইনিংসে উড়িয়ে দিল দল। তারা মাত্র ৯৬ রানে অলআউট। পেসার ওয়াহাব রিয়াজ নিয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট নিয়েছেন হারিস সোহেল। তবে তার আগে অনন্য এক কীর্তি গড়েছেন স্পিনার ইয়াসির শাহ। তিনিই প্রথম স্পিনার যিনি একটানা পাঁচ টেস্টে কমপক্ষে পাঁচ উইকেট করে নিলেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে টস জিতে ব্যাট নিয়ে প্রথম ইনিংসে ৪৮২ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে পাকিস্তান অলআউট ২৬২ রানে। এরপর ব্যাট করতে নেমে ৯৬ রানে শেষ লঙ্কানরা।
প্রায় দেড়শ বছরের পুরনো টেস্ট ক্রিকেট ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে এ রেকর্ড গড়েন ইয়াসির। আগের তিনজনই পেসার। ইংল্যান্ডের সিডনি বার্নস সাত টেস্টে পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার চার্লি টার্নার ও ইংল্যান্ডের আরেক পেসার অ্যালেক বেডসার ৬ টেস্টে টানা ৫ উইকেট কিংবা তারচেয়ে বেশি শিকার করেছিলেন। এবার সেই তালিকায় লেখা হল পাকিস্তানি স্পিনারের নাম।
দুবাইয়ের আগে প্রথম টেস্টে ২১ রানে পাকিস্তানকে হারায় শ্রীলঙ্কা। রঙ্গনা হেরাথ বল হাতে যাদু দেখিয়েছিলেন। এ ম্যাচ হারলে সিরিজও হারবে সরফরাজ আহমেদের দল।
Discussion about this post