জয়ে সিরিজ শুরু হলেও এরপরই পথ হারিয়ে বসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিস্ময়কর হলেও সত্য নিজেদের মাঠে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা পায়নি জুনিয়র টাইগাররা। শুক্রবারও সেই একই ফল। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে হার বাংলাদেশের। ৩৩ রানে জয়ে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে হারাতে হল সাইফ-নাঈমদের।
ছুটির দিনে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রান তাড়ায় ব্যর্থ বাংলাদেশের যুবারা। আফগানদের ২৩৯ রানের জবাবে দল তুলে ২০৬ রান। শুরুর ধাক্কা সামলে তৌহিদ হৃদয় ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। যদিও পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৪৫ রানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পন্ড। পরের তিন ওয়ানডে ম্যাচেই হারল জুনিয়র টাইগাররা।
টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানদের হয়ে দাওয়াইশ আব্দুল রসুল ও কায়িস আহমাদ কামাওয়াল দুর্দান্ত খেলেন। ৮ ছক্কায় ৪৭ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন রসুল। আটে নেমে চার ছক্কায় ১১ বলে অপরাজিত ২৮ কামাওয়াল ।
জবাব দিতে নেমে শুরু থেকেই ব্যর্থ বাংলাদেশ সেই একইভাবে ব্যর্থ। ৮৭ রান তুলতেই স্বাগতিকরা হারায় ৬ উইকেট। তারপরও কিছু আশা দেখিয়েছিলেন হৃদয়। কিন্তু শেষ রক্ষা হয়নি! ম্যাচের সঙ্গে সিরিজটাও হারে দল।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৩৯/৬ (ইব্রাহিম ৮৩, তারিক ১৯, রসুল ৭৫*, ইকরাম ২১, কায়িস ২৮*; হাসান ১/৪১, অনিক ০/৩০, নাঈম ২/৩৮, আফিফ ১/৩৯, রাফসান ০/২২, সাইফ ১/৬৯)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: (সজিব ১৮, নাঈম শেখ ১, সাইফ ২৮, হৃদয় ৯৩, আফিফ ০, মাহিদুল ০, রাফসান ৫, রাকিব ২৫, নাঈম ৩, অনিক ৭, হাসান ৩*; নাভিন ০/৪০, মুজিব ২/২৪, ওয়াফাদার ৪/৫২, কায়িস ৩/৩৫, তারিক ১/২২ )।
ফল: আফগানিস্তান ৩৩ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে আফগানিস্তান ৩-১ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা: মুজিব উর রহমান
Discussion about this post