ইঙ্গিতটা আগেই ছিল। এবার অফিসিয়ালি ঘোষণাটা জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে দলে জায়গা পেলেন নাসির হোসেন। বৃহস্পতিবার ঘোষিত দলে নতুন মুখ হিসেবে আছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
টেস্টের পর ওয়ানডে দলেও ফিরলেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস। তবে দলে নেই মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম ও সানজামুল ইসলাম।
১২ অক্টোবর ব্লুমফন্টেইনে প্রোটিয়াদের আমন্ত্রিত একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফির দল। ১৫ অক্টোবর ডায়মন্ড ওভালে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর বোলান্ড পার্কে। আর ২২ অক্টোবর বাফেলো পার্কে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।
বাংলাদেশের ওয়ানডে দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফ উদ্দিন।
সূচি
অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন
অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি
অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল
অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন
Discussion about this post