ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বরাবরই পছন্দের তালিকায় শীর্ষে আছেন তিনি। এবার বদলে যাওয়া ফরম্যাটের ক্রিকেটেও দেখা মিলবে সাকিব আল হাসানকে। টি-টুয়েন্টি ক্রিকেটেরও সংক্ষিপ্ত ফরম্যাটে খেলবেন এই বাংলাদেশি অলরাউন্ডার। টি-টেন ক্রিকেটে দেখা যাবে তাকে। মানে ১০ ওভারের টুর্নামেন্টে মাঠ মাতাবেন সাকিব।
জানা গেছে আলোচিত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে মরু শহর শারজায়, আগামী ডিসেম্বরে। মঙ্গলবার দুবাইয়ে টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত পরিকল্পনা জানালেন আয়োজকরা।
জানা গেল- প্রতিটি দল ব্যাট করবে ১০ ওভার করে। প্রতি ইনিংসের সময় ৪৫ মিনিট। টুর্নামেন্ট হবে চার দিনের। আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর। টুর্নামেন্টে অংশ নেবে চারটি দল।
আলোচিত এই টুর্নানেন্টটির শুভেচ্ছা দূত হিসেবে থাকবেন তিন সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, বীরেন্দর শেবাগ ও শহিদ আফ্রিদিকে। মাঠের ক্রিকেটেও দেখা যাবে তাদের। খেলবে মোট চারটি দল। যেখানে আইকন ক্রিকেটার হিসেবে সাকিব ছাড়াও দেখা যাবে মিসবাহ-উল-হক, ওয়েন মর্গ্যান ও ক্রিস গেইলকে।
টুর্নামেন্টের দল ‘পাঞ্জাবি লিজেন্ডস’-এর ফ্রাঞ্চাইজি সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম-উল-হক। জানা গেল ২৫ অক্টোবর দুবাইয়ে ১২০ ক্রিকেটারকে নিয়ে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।
Discussion about this post