সামনে আরো কঠিন লড়াই অপেক্ষা করছে বাংলাদেশের। ব্লুমফন্টেইন পেস সহায়ক উইকেটে খেলতে হবে। কেননা, পচেফস্ট্রুমে প্রথম টেস্টের পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ফাফ ডু প্লেসিস। তারপরও অবশ্য দলের পেসারদের দাপটে ম্যাচটা জিতেছিলেন ৩৩৩ রানে। বাংলাদেশ এবার যদি সেই দলটিই মনের মতো উইকেট পায় তাহলে টাইগাররা আরো বেশি চাপে টড়বে।
শোনা যাচ্ছে ব্লুমফন্টেইনের পিচে কিছুটা ঘাস থাকবে, সঙ্গে বাউন্স। এমনিতেই পচেফস্ট্রুমের পিচে থাকে গতি ও বাউন্স। মৌসুমের শুরুতে বৃষ্টি তেমন না হওয়াতে পিচের আচরণ ছিল ভিন্ন। অনেকটা ব্যাটিং সহায়ক ছিল উইকেট। যদিও এই উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা সাফল্য পাননি। তবে ভুলটা শুরু হয়েছিল ম্যাচের শুরুতে। টস জিতেও প্রথমে বোলারদের হাতে বল তুলে দিয়েছিলেন তিনি। তারপর প্রতিপক্ষের রান পাহাড়ে চাপা পড়েছেন, যা থেকে আর বের হয়ে আসা হয়নি।
এরইমধ্যে টেস্ট হেরে জাতির কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক মুশফিকুর রহীম। একইসঙ্গে বোলারদের ব্যর্থতাকেও চিহৃিত করেছেন তিনি। তবে এই ধাক্কা সামলে উঠতে দল দৃঢ় প্রতিজ্ঞ। ৬ অক্টোবর শুরু হতে যাওয়া সিরিজের পরের টেস্টে ৯০ রানে অলআউটের যন্ত্রণা ভুলতে চায় দল।
দ্বিতীয় টেস্ট শুরুর আগে এই স্কোয়াড মঙ্গলবার ব্লুমফন্টেইনের পথে রওনা হয়েছেন মুশফিক-তামিমরা।
টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফর
অক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লুমফন্টেইন
অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন
অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি
অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল
অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন
অক্টোবর ২৬: প্রথম টি-টুয়েন্টি, ব্লুমফন্টেইন
অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টুয়েন্টি, পচেফস্ট্রুম
Discussion about this post