আইসিসির সোমবারের ঘোষিত র্যাংকিংয়ে ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে যথারীতি শীর্ষে বিরাট কোহলি। বোলিংয়ে শীর্ষে উঠেছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির। অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর সিরিজে সর্বোচ্চ ২৯৬ রান করা ভারতীয় ওপেনার রোহিত শর্মা চার ধাপ এগিয়ে ব্যাটিংয়ের সেরা পাঁচে উঠে এসেছেন। ক্যারিয়ারে সেরা ৭৯০ রেটিং পয়েন্টও জোগাড় করেছেন তিনি। চার ধাপ এগিয়ে ২৪তম স্থানে আরেক ওপেনার আজিঙ্কে রাহানে।
ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন বাংলাদেশের সাকিব আল হাসান। একধাপ এগিয়ে পাঁচে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।
ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ ৯ ধাপ এগিয়ে ১৭তম, ৪০ ধাপ এগিয়ে ৪৮তম ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, ৭৪ ধাপ এগিয়ে ৫৪তম মার্কাস স্টোইনিস, ১৮ ধাপ এগিয়ে ৫৬তম মঈন আলী, ২৬ধাপ এগিয়ে ৭১তমস্থানে আছেন। এছাড়া হার্দিক পান্ডিয়া ও ৩১ ধাপ এগিয়ে ৭৮তম এভিন লুইস রয়েছেন।
বোলিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউডকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন তাহির। দুই ধাপ এগিয়ে তিনে আছেন কাগিসো রাবাদা।
Discussion about this post